বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম-১০ আসনে ভোটের মাঠে দিরাইয়ের রশিদ মিয়া

কল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মনোনীত প্রার্থী মোঃ রশিদ মিয়ার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার তিনি রয়েছেন ভোটের মাঠে। গত ৬ জুলাই চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়ন ফরম যাচাই-বাছাই শেষে রশিদ মিয়ার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮নং শুলকবহর, ১১নং দক্ষিণ কাট্টলী, ১২নং সরাইপাড়া, ১৩নং পাহাড়তলী, ১৪নং লালখান বাজার, ২৪নং উত্তর আগ্রাবাদ, ২৫নং রামপুর ও ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন গঠিত। এ আসনের নির্বাচিত সংসদ সদস্য ডা. আফছারুল আমিন গত ২ জুন মারা যাওয়ার পর ৩ জুলাই উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এ আসনে এবার প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত মো. মহিউদ্দিন বাচ্চু, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত রশিদ মিয়া, জাতীয় পার্টি মনোনীত মো. সামসুল আলম ও তৃণমূল বিএনপির মনোনীত দীপক কুমার পালিত।

দিরাই পৌর সদরের চন্ডিপুর গ্রামের বাসিন্দা সমাজকর্মী রশিদ মিয়া জানান, মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছি। আমার দল আমাকে মনোনয়ন দিয়েছে বিজয়ী হলে এ আসনের সকল শ্রেণী পেশার মানুষ ও দলের জন্য কাজ করে যাবো।

আগামী ৩০ জুলাই এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চট্টগ্রাম-১০ আসনে ভোটের মাঠে দিরাইয়ের রশিদ মিয়া

Update Time : ০৬:৪২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

কল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মনোনীত প্রার্থী মোঃ রশিদ মিয়ার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার তিনি রয়েছেন ভোটের মাঠে। গত ৬ জুলাই চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়ন ফরম যাচাই-বাছাই শেষে রশিদ মিয়ার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮নং শুলকবহর, ১১নং দক্ষিণ কাট্টলী, ১২নং সরাইপাড়া, ১৩নং পাহাড়তলী, ১৪নং লালখান বাজার, ২৪নং উত্তর আগ্রাবাদ, ২৫নং রামপুর ও ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন গঠিত। এ আসনের নির্বাচিত সংসদ সদস্য ডা. আফছারুল আমিন গত ২ জুন মারা যাওয়ার পর ৩ জুলাই উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এ আসনে এবার প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত মো. মহিউদ্দিন বাচ্চু, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত রশিদ মিয়া, জাতীয় পার্টি মনোনীত মো. সামসুল আলম ও তৃণমূল বিএনপির মনোনীত দীপক কুমার পালিত।

দিরাই পৌর সদরের চন্ডিপুর গ্রামের বাসিন্দা সমাজকর্মী রশিদ মিয়া জানান, মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছি। আমার দল আমাকে মনোনয়ন দিয়েছে বিজয়ী হলে এ আসনের সকল শ্রেণী পেশার মানুষ ও দলের জন্য কাজ করে যাবো।

আগামী ৩০ জুলাই এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।