বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনে জয়ী আওয়ামী লীগের মহিউদ্দিন

ট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু। নৌকা প্রতীকে ৫২ হাজার ৯২৩ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামসুল আলম লাঙ্গল প্রতীকে পেয়েছেন এক হাজার ৫৭২ ভোট।

রোববার রাতে মোট ১৫৬টি কেন্দ্রের ভোট গণনা শেষে নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে এ ফলাফল ঘোষণা করেছেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

তিনি বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

১৫৬টি কেন্দ্রে বাকি চার প্রার্থীর মধ্যে রকেট প্রতীকে মনজুরুল ইসলাম ভূঁইয়া পেয়েছেন ৩৬৯ ভোট, বেলুন প্রতীকে মোহাম্মদ আরমান আলী পেয়েছেন ৪৮০ ভোট, সোনালী আঁশ প্রতীকে দীপক কুমার পালিত পেয়েছেন এক হাজার ২৩০ ভোট এবং ছড়ি প্রতীকে রশিদ মিয়া পেয়েছেন ৫৭৯ ভোট।

এর আগে, সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এ আসনে মোট ভোটার চার লাখ ৮৮ হাজার ৬৩৩ জন। তাদের মধ্যে দুই লাখ ৪৮ হাজার ৯২৯ জন পুরুষ ও দুই লাখ ৩৯ হাজার ৬৮০ জন নারী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনে জয়ী আওয়ামী লীগের মহিউদ্দিন

Update Time : ০৬:৫২:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩

ট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু। নৌকা প্রতীকে ৫২ হাজার ৯২৩ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামসুল আলম লাঙ্গল প্রতীকে পেয়েছেন এক হাজার ৫৭২ ভোট।

রোববার রাতে মোট ১৫৬টি কেন্দ্রের ভোট গণনা শেষে নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে এ ফলাফল ঘোষণা করেছেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

তিনি বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

১৫৬টি কেন্দ্রে বাকি চার প্রার্থীর মধ্যে রকেট প্রতীকে মনজুরুল ইসলাম ভূঁইয়া পেয়েছেন ৩৬৯ ভোট, বেলুন প্রতীকে মোহাম্মদ আরমান আলী পেয়েছেন ৪৮০ ভোট, সোনালী আঁশ প্রতীকে দীপক কুমার পালিত পেয়েছেন এক হাজার ২৩০ ভোট এবং ছড়ি প্রতীকে রশিদ মিয়া পেয়েছেন ৫৭৯ ভোট।

এর আগে, সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এ আসনে মোট ভোটার চার লাখ ৮৮ হাজার ৬৩৩ জন। তাদের মধ্যে দুই লাখ ৪৮ হাজার ৯২৯ জন পুরুষ ও দুই লাখ ৩৯ হাজার ৬৮০ জন নারী।