বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আজ রাত ১০টায় একুশে টেলিভিশনে আলী সিদ্দিক’র নাটক

সুনামগঞ্জের কৃতিসন্তান কথা সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা আলী সিদ্দিক’র রচনা ও পরিচালনায় সাপ্তাহিক নাটক ‘শুধু তোমার জন্য’ একুশে টেলিভিশন প্রচার করবে আজ শনিবার রাত ১০টায়।

শাকির আহমেদ শিবলু’র প্রযোজনায় নাটকে টেলিভিশনের নিয়মিত অভিনয় শিল্পী চমক তারা, শেখ স্বপ্না, শফিকুল ইসলাম, মিজান রহমান, এস এস উজ্জল ও বৃষ্টি খান এর সাথে অভিনয় করেছেন সুনামগঞ্জের চারজন অভিনয় শিল্পী- জালাল উদ্দির সরকার আকবর, রহমান তৈয়ব, শেখ একেএম জাকারিয়া ও ফজলুল হক দোলন, নাটকের টাইটেল সং লিখেছেন সুনামগঞ্জের গীতি কবি রইছ রহমান, গানে সুর করেছেন আলী সিদ্দিক, মিউজিক কম্পোজ ও কণ্ঠ দিয়েছেন সুনামগঞ্জের মিউজিক কম্পোজার ও কণ্ঠশিল্পী অনুপম প্রতীক।

উল্লেখ্য, সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক, সাপ্তাহিক পত্রিকাগুলোতে নিয়মিত লেখালেখি ও অলংকরণের কাজ করতেন আলী সিদ্দিক। সুনামকণ্ঠে ধারাবাহিকভাবে প্রচারিত ‘নিশিকন্যা’ উপন্যাস ২০০৭ সালে পাঠক প্রিয়তা লাভ করে। ২০১১ সালে জাতীয় গ্রন্থমেলায় নিশিকন্যা উপন্যাস গ্রন্থাকারে প্রকাশিত হয়। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২টি। জাতীয় পর্যায়ে আলী সিদ্দিক এর এই অর্জন সুনামগঞ্জবাসীর জন্য সুনাম বয়ে আনবে এবং সুনামগঞ্জের সাহিত্য ও নাট্যাঙ্গণকে আরো সমৃদ্ধ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আজ রাত ১০টায় একুশে টেলিভিশনে আলী সিদ্দিক’র নাটক

Update Time : ০৩:৩৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩

সুনামগঞ্জের কৃতিসন্তান কথা সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা আলী সিদ্দিক’র রচনা ও পরিচালনায় সাপ্তাহিক নাটক ‘শুধু তোমার জন্য’ একুশে টেলিভিশন প্রচার করবে আজ শনিবার রাত ১০টায়।

শাকির আহমেদ শিবলু’র প্রযোজনায় নাটকে টেলিভিশনের নিয়মিত অভিনয় শিল্পী চমক তারা, শেখ স্বপ্না, শফিকুল ইসলাম, মিজান রহমান, এস এস উজ্জল ও বৃষ্টি খান এর সাথে অভিনয় করেছেন সুনামগঞ্জের চারজন অভিনয় শিল্পী- জালাল উদ্দির সরকার আকবর, রহমান তৈয়ব, শেখ একেএম জাকারিয়া ও ফজলুল হক দোলন, নাটকের টাইটেল সং লিখেছেন সুনামগঞ্জের গীতি কবি রইছ রহমান, গানে সুর করেছেন আলী সিদ্দিক, মিউজিক কম্পোজ ও কণ্ঠ দিয়েছেন সুনামগঞ্জের মিউজিক কম্পোজার ও কণ্ঠশিল্পী অনুপম প্রতীক।

উল্লেখ্য, সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক, সাপ্তাহিক পত্রিকাগুলোতে নিয়মিত লেখালেখি ও অলংকরণের কাজ করতেন আলী সিদ্দিক। সুনামকণ্ঠে ধারাবাহিকভাবে প্রচারিত ‘নিশিকন্যা’ উপন্যাস ২০০৭ সালে পাঠক প্রিয়তা লাভ করে। ২০১১ সালে জাতীয় গ্রন্থমেলায় নিশিকন্যা উপন্যাস গ্রন্থাকারে প্রকাশিত হয়। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২টি। জাতীয় পর্যায়ে আলী সিদ্দিক এর এই অর্জন সুনামগঞ্জবাসীর জন্য সুনাম বয়ে আনবে এবং সুনামগঞ্জের সাহিত্য ও নাট্যাঙ্গণকে আরো সমৃদ্ধ করবে।