শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গুয়ার হাওরে পাখি শিকার করে ভিডিও ফেসবুকে, বেপরোয়া শিকারিরা

টাঙ্গুয়ার হাওরে পরিযায়ী পাখি শিকার করে তা বিক্রির উদ্দেশ্যে ফেসবুকে ভিডিও প্রকাশ করেছে এক শিকারি। এ ঘটনায় সচেতন মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযুক্ত শিকারি দেলোয়ার হোসেন (৩৫) তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সম্প্রতি “হাওরপাড়ের মানুষ” নামের একটি ফেসবুক আইডি থেকে পাখি শিকারের একাধিক ভিডিও পোস্ট করা হয়। এসব ভিডিওতে দেলোয়ারকে ফাঁদ ও কুচা ব্যবহার করে পাখি শিকার করতে দেখা যায়। এক পর্যায়ে তিনি ভিডিওতে বলেন, “মাছ ধরা বাদ দিয়ে এখন পাখি শিকার শুরু করেছি।” ভিডিওতে অন্য একজনকে দেলোয়ারকে নিষেধ করে আইনানুগ শাস্তির হুমকি দিতেও শোনা যায়।

এই চাঞ্চল্যকর ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দেলোয়ার শুধু একজন শিকারি নন, বরং টাঙ্গুয়ার হাওরের শিকারিদের একটি শক্তিশালী সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। এই সিন্ডিকেট প্রতি শীত মৌসুমে হাওরের পাখি ফাঁদ পেতে শিকার করে এবং দেশের বিভিন্ন জায়গায় তা বিক্রি করে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, গত এক দশকে টাঙ্গুয়ার হাওরে পাখি, মাছ এবং গাছপালা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে সুনামগঞ্জ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন আহমেদ বলেন, “ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, “টাঙ্গুয়ার হাওরে অনিয়মকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পাখি শিকার ও সেই ভিডিও প্রকাশের মতো কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে সচেতন মহল শিকারিদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টাঙ্গুয়ার হাওরে পাখি শিকার করে ভিডিও ফেসবুকে, বেপরোয়া শিকারিরা

Update Time : ০৬:৪৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

টাঙ্গুয়ার হাওরে পরিযায়ী পাখি শিকার করে তা বিক্রির উদ্দেশ্যে ফেসবুকে ভিডিও প্রকাশ করেছে এক শিকারি। এ ঘটনায় সচেতন মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযুক্ত শিকারি দেলোয়ার হোসেন (৩৫) তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সম্প্রতি “হাওরপাড়ের মানুষ” নামের একটি ফেসবুক আইডি থেকে পাখি শিকারের একাধিক ভিডিও পোস্ট করা হয়। এসব ভিডিওতে দেলোয়ারকে ফাঁদ ও কুচা ব্যবহার করে পাখি শিকার করতে দেখা যায়। এক পর্যায়ে তিনি ভিডিওতে বলেন, “মাছ ধরা বাদ দিয়ে এখন পাখি শিকার শুরু করেছি।” ভিডিওতে অন্য একজনকে দেলোয়ারকে নিষেধ করে আইনানুগ শাস্তির হুমকি দিতেও শোনা যায়।

এই চাঞ্চল্যকর ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দেলোয়ার শুধু একজন শিকারি নন, বরং টাঙ্গুয়ার হাওরের শিকারিদের একটি শক্তিশালী সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। এই সিন্ডিকেট প্রতি শীত মৌসুমে হাওরের পাখি ফাঁদ পেতে শিকার করে এবং দেশের বিভিন্ন জায়গায় তা বিক্রি করে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, গত এক দশকে টাঙ্গুয়ার হাওরে পাখি, মাছ এবং গাছপালা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে সুনামগঞ্জ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন আহমেদ বলেন, “ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, “টাঙ্গুয়ার হাওরে অনিয়মকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পাখি শিকার ও সেই ভিডিও প্রকাশের মতো কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে সচেতন মহল শিকারিদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।