বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সেঞ্চুরিতে যেখানে জ্যোতিই প্রথম

এক সেঞ্চুরিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন নিগার সুলতানা জ্যোতি। মেয়েদের বিসিএলে প্রথম সেঞ্চুরিয়ান হয়ে গেলেন তিনি। সেঞ্চুরির পর সেটাকে ছাড়িয়ে বহুদূর চলে গেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক।

মেয়েদের বিসিএলে জ্যোতি খেলছেন মধ্যাঞ্চলের হয়ে। রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে উত্তরাঞ্চলের বিপক্ষে আজ তিনি ছুঁয়েছেন তিন অঙ্ক। সেঞ্চুরি করতে তাঁর লেগেছে ২১৫ বল। নারী বিসিএলে প্রথম সেঞ্চুরি করার পর ব্যাট উঁচিয়ে উদযাপন করেছেন তিনি। তিন অঙ্ক ছুঁয়েই বাংলাদেশ অধিনায়ক থেমে থাকেননি। ১৫৩ রান করে অপরাজিত থেকেছেন। ২৫৩ বলের ইনিংসে ২০ চার ও ২ ছক্কা মেরেছেন। নারী বিসিএলে এখন পর্যন্ত জ্যোতিই সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন।

জ্যোতির রেকর্ড গড়া সেঞ্চুরিতে মধ্যাঞ্চল করেছে রানের পাহাড়। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৮৭ রানে ইনিংস ঘোষণা করেছে দলটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৫২ রান করেছে। এখনো তারা পিছিয়ে ৯৫ রানে। এর আগে প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান করার পর ইনিংস ঘোষণা করেছিল উত্তরাঞ্চল।

চার দল নিয়ে এবারই প্রথমবারের মতো হচ্ছে মেয়েদের বিসিএল। রাজশাহীর বাংলা ট্র্যাক একাডেমিতে অপর ম্যাচে খেলছে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১২৮ রান করেছে পূর্বাঞ্চল। এখনো ২৬ রানে পিছিয়ে পূর্বাঞ্চল। নারী বিসিএলে আজ চলছে শেষ দিনের খেলা। ২১ ডিসেম্বর শুরু হয়েছিল টুর্নামেন্টটি।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপদের মুহূর্তে অনেকবারই হাল ধরেছেন জ্যোতি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও তাঁর সেঞ্চুরি রয়েছে। এবার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচেই পেলেন সেঞ্চুরির দেখা।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সেঞ্চুরিতে যেখানে জ্যোতিই প্রথম

Update Time : ০৭:২৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

এক সেঞ্চুরিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন নিগার সুলতানা জ্যোতি। মেয়েদের বিসিএলে প্রথম সেঞ্চুরিয়ান হয়ে গেলেন তিনি। সেঞ্চুরির পর সেটাকে ছাড়িয়ে বহুদূর চলে গেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক।

মেয়েদের বিসিএলে জ্যোতি খেলছেন মধ্যাঞ্চলের হয়ে। রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে উত্তরাঞ্চলের বিপক্ষে আজ তিনি ছুঁয়েছেন তিন অঙ্ক। সেঞ্চুরি করতে তাঁর লেগেছে ২১৫ বল। নারী বিসিএলে প্রথম সেঞ্চুরি করার পর ব্যাট উঁচিয়ে উদযাপন করেছেন তিনি। তিন অঙ্ক ছুঁয়েই বাংলাদেশ অধিনায়ক থেমে থাকেননি। ১৫৩ রান করে অপরাজিত থেকেছেন। ২৫৩ বলের ইনিংসে ২০ চার ও ২ ছক্কা মেরেছেন। নারী বিসিএলে এখন পর্যন্ত জ্যোতিই সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন।

জ্যোতির রেকর্ড গড়া সেঞ্চুরিতে মধ্যাঞ্চল করেছে রানের পাহাড়। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৮৭ রানে ইনিংস ঘোষণা করেছে দলটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৫২ রান করেছে। এখনো তারা পিছিয়ে ৯৫ রানে। এর আগে প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান করার পর ইনিংস ঘোষণা করেছিল উত্তরাঞ্চল।

চার দল নিয়ে এবারই প্রথমবারের মতো হচ্ছে মেয়েদের বিসিএল। রাজশাহীর বাংলা ট্র্যাক একাডেমিতে অপর ম্যাচে খেলছে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১২৮ রান করেছে পূর্বাঞ্চল। এখনো ২৬ রানে পিছিয়ে পূর্বাঞ্চল। নারী বিসিএলে আজ চলছে শেষ দিনের খেলা। ২১ ডিসেম্বর শুরু হয়েছিল টুর্নামেন্টটি।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপদের মুহূর্তে অনেকবারই হাল ধরেছেন জ্যোতি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও তাঁর সেঞ্চুরি রয়েছে। এবার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচেই পেলেন সেঞ্চুরির দেখা।