বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনা তুঙ্গে এবারও নিহত ৮

পাকিস্তান ও আফগানিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে দেশ দুইটির মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এবার নতুন সংঘাতে আফগানিস্তানে অন্তত আটজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৩ জন। শনিবার রাত পর্যন্ত এই সংঘাত চলেছে বলে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর ডনের।

গত মঙ্গলবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাক-তিকা প্রদেশে বোমা হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এতে অন্তত ৪৬ জন নিহত হয়েছে বলে আফগানিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল নারী ও শিশু।

তবে পাকিস্তান দাবি করে, তারা নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) আস্থানা লক্ষ্য করে হামলা করেছে। সেইদিনের পর থেকে দুই পক্ষের মধ্যে সীমান্তে পাল্টাপাল্টি গুলি বিনিময় চলছে।

গত মঙ্গলবারের পর পাকিস্তানে হামলার দাবি করে আফগান বাহিনী। এতে পাকিস্তানের অন্তত ১৯ সেনা নিহত হয়েছে বলে দাবি আফগানিস্তানের। তবে এনিয়ে কোনও মন্তব্য করেনি আফগানিস্তান।

তবে সূত্রের বরাতে ডন জানিয়েছে, নতুন করে সংঘর্ষে পাকিস্তানের একজন সেনা নিহত হয়েছে এবং ১১ জন আহত হয়েছে। শুক্রবার রাতে সন্ত্রাসীরা অনুপ্রবেশের চেষ্টা চালায়। তবে তা রুখে দেওয়ার দাবি করেছে পাকিস্তান বাহিনী।

প্রতিবেদনে বলা হয়েছে, অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়ার পর সন্ত্রাসীরা আফগান বাহিনীর সঙ্গে যোগ দেয় এবং পাকিস্তানি চৌকিতে হামলা ও গুলি চালায়। আফগান বাহিনী এবং সন্ত্রাসীরা ঘোজগরি, মাথা সংগর, কোত রাঘা এবং তারি মেংগাল এলাকার বিভিন্ন পোস্টে দিনভর হামলা চালায়।

এসব হামলার জবাবে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী পাল্টা আক্রমণ চালায়। এতে আফগান পক্ষের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পাকিস্তানের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনা তুঙ্গে এবারও নিহত ৮

Update Time : ০৫:১৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

পাকিস্তান ও আফগানিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে দেশ দুইটির মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এবার নতুন সংঘাতে আফগানিস্তানে অন্তত আটজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৩ জন। শনিবার রাত পর্যন্ত এই সংঘাত চলেছে বলে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর ডনের।

গত মঙ্গলবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাক-তিকা প্রদেশে বোমা হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এতে অন্তত ৪৬ জন নিহত হয়েছে বলে আফগানিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল নারী ও শিশু।

তবে পাকিস্তান দাবি করে, তারা নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) আস্থানা লক্ষ্য করে হামলা করেছে। সেইদিনের পর থেকে দুই পক্ষের মধ্যে সীমান্তে পাল্টাপাল্টি গুলি বিনিময় চলছে।

গত মঙ্গলবারের পর পাকিস্তানে হামলার দাবি করে আফগান বাহিনী। এতে পাকিস্তানের অন্তত ১৯ সেনা নিহত হয়েছে বলে দাবি আফগানিস্তানের। তবে এনিয়ে কোনও মন্তব্য করেনি আফগানিস্তান।

তবে সূত্রের বরাতে ডন জানিয়েছে, নতুন করে সংঘর্ষে পাকিস্তানের একজন সেনা নিহত হয়েছে এবং ১১ জন আহত হয়েছে। শুক্রবার রাতে সন্ত্রাসীরা অনুপ্রবেশের চেষ্টা চালায়। তবে তা রুখে দেওয়ার দাবি করেছে পাকিস্তান বাহিনী।

প্রতিবেদনে বলা হয়েছে, অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়ার পর সন্ত্রাসীরা আফগান বাহিনীর সঙ্গে যোগ দেয় এবং পাকিস্তানি চৌকিতে হামলা ও গুলি চালায়। আফগান বাহিনী এবং সন্ত্রাসীরা ঘোজগরি, মাথা সংগর, কোত রাঘা এবং তারি মেংগাল এলাকার বিভিন্ন পোস্টে দিনভর হামলা চালায়।

এসব হামলার জবাবে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী পাল্টা আক্রমণ চালায়। এতে আফগান পক্ষের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পাকিস্তানের।