শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাঁধের কাজে কোনো অনিয়ম সহ্য করা হবে না : অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

দিরাই উপজেলার হাওর ফসলরক্ষা বাঁধ মেরামতে সরকারের বরাদ্দ করা অর্থ যথাযথ ব্যবহারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, “সরকার প্রতিবছরের মতো এবারও ফসলরক্ষা বাঁধ মেরামতে প্রচুর অর্থ বরাদ্দ দিয়েছে। পিআইসির (প্রকল্প বাস্তবায়ন কমিটি) সদস্যদের সময়মতো এবং নিয়ম মেনে কাজ শেষ করতে হবে। কোনো অনিয়ম হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

রবিবার সন্ধ্যায় দিরাইয়ে হাওরের ফসলরক্ষা বাঁধ মেরামত মনিটরিং কমিটির অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার-এর সভাপতিত্বে এবং পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী কর্মকর্তা এটিএম মোনায়েম আহমেদের পরিচালনায় এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইমদাদুল হক এবং জেলা মনিটরিং কমিটির সদস্য সালেহিন চৌধুরী শুভ ও কানিজ সুলতানা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা মনিটরিং কমিটি, পিআইসির সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

মো. রেজাউল করিম আরও বলেন, “হাওরের ফসলরক্ষা বাঁধ মেরামতে ১০টি মনিটরিং কমিটি কাজ করবে। স্থানীয় জনগণের স্বার্থে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।”

তিনি হাওরের কৃষকদের জন্য বাঁধের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাঁধের কাজে কোনো অনিয়ম সহ্য করা হবে না : অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

Update Time : ০৫:৫৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

দিরাই উপজেলার হাওর ফসলরক্ষা বাঁধ মেরামতে সরকারের বরাদ্দ করা অর্থ যথাযথ ব্যবহারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, “সরকার প্রতিবছরের মতো এবারও ফসলরক্ষা বাঁধ মেরামতে প্রচুর অর্থ বরাদ্দ দিয়েছে। পিআইসির (প্রকল্প বাস্তবায়ন কমিটি) সদস্যদের সময়মতো এবং নিয়ম মেনে কাজ শেষ করতে হবে। কোনো অনিয়ম হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

রবিবার সন্ধ্যায় দিরাইয়ে হাওরের ফসলরক্ষা বাঁধ মেরামত মনিটরিং কমিটির অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার-এর সভাপতিত্বে এবং পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী কর্মকর্তা এটিএম মোনায়েম আহমেদের পরিচালনায় এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইমদাদুল হক এবং জেলা মনিটরিং কমিটির সদস্য সালেহিন চৌধুরী শুভ ও কানিজ সুলতানা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা মনিটরিং কমিটি, পিআইসির সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

মো. রেজাউল করিম আরও বলেন, “হাওরের ফসলরক্ষা বাঁধ মেরামতে ১০টি মনিটরিং কমিটি কাজ করবে। স্থানীয় জনগণের স্বার্থে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।”

তিনি হাওরের কৃষকদের জন্য বাঁধের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন।