শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ-২ আসনে এমপি পদপ্রার্থী ড. মাওলানা শোয়াইব আহমদের মতবিনিময়

 

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. মাওলানা শোয়াইব আহমদ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার  দুপুরে দিরাই পৌরশহরের থানা রোডে অবস্থিত জমিয়ত কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ড. শোয়াইব আহমদ বলেন, “দিরাই-শাল্লার প্রাণ হলো হাওর। আমাদের এই অঞ্চলের নদী, খাল-বিল ও প্রাকৃতিক সম্পদ হাওরবাসীর জীবন-জীবিকার মূল উৎস। হাওর বাঁচলে কৃষক বাঁচবে, আর কৃষক বাঁচলেই পুরো ভাটি বাংলা সমৃদ্ধ হবে।”

তিনি আরও বলেন, স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও হাওর অঞ্চলের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নের স্বাদ পায়নি। তাই হাওরের সার্বিক উন্নয়নের জন্য নদী খনন, অবকাঠামো উন্নয়ন ও টেকসই পরিকল্পনা গ্রহণ জরুরি। তিনি হাওরবাসীর স্বার্থে এসব দাবির গুরুত্ব তুলে ধরেন।

এ সময় এমপি প্রার্থী হিসেবে দিরাই-শাল্লার সড়ক যোগাযোগ উন্নয়ন, জেলা সদরের সাথে দুই উপজেলার আধুনিক সংযোগ ব্যবস্থা, প্রতিটি ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ নিশ্চিতকরণসহ ১২ দফা উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন।

সভায় স্থানীয় নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সুনামগঞ্জ-২ আসনে এমপি পদপ্রার্থী ড. মাওলানা শোয়াইব আহমদের মতবিনিময়

Update Time : ০৮:২৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

 

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. মাওলানা শোয়াইব আহমদ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার  দুপুরে দিরাই পৌরশহরের থানা রোডে অবস্থিত জমিয়ত কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ড. শোয়াইব আহমদ বলেন, “দিরাই-শাল্লার প্রাণ হলো হাওর। আমাদের এই অঞ্চলের নদী, খাল-বিল ও প্রাকৃতিক সম্পদ হাওরবাসীর জীবন-জীবিকার মূল উৎস। হাওর বাঁচলে কৃষক বাঁচবে, আর কৃষক বাঁচলেই পুরো ভাটি বাংলা সমৃদ্ধ হবে।”

তিনি আরও বলেন, স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও হাওর অঞ্চলের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নের স্বাদ পায়নি। তাই হাওরের সার্বিক উন্নয়নের জন্য নদী খনন, অবকাঠামো উন্নয়ন ও টেকসই পরিকল্পনা গ্রহণ জরুরি। তিনি হাওরবাসীর স্বার্থে এসব দাবির গুরুত্ব তুলে ধরেন।

এ সময় এমপি প্রার্থী হিসেবে দিরাই-শাল্লার সড়ক যোগাযোগ উন্নয়ন, জেলা সদরের সাথে দুই উপজেলার আধুনিক সংযোগ ব্যবস্থা, প্রতিটি ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ নিশ্চিতকরণসহ ১২ দফা উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন।

সভায় স্থানীয় নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।