শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামিনে থাকা ছাতকের যুদ্ধাপরাধ মামলায় আসামি রমজান আলীর মৃত্যু

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা ১৯৭১ সালের যুদ্ধাপরাধ মামলায় জামিনে থাকা অবস্থায় ছাতকের বাসিন্দা রমজান আলী (৭৭) ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ছাতক উপজেলার আছাদনগর গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে আলী হোসেন। তিনি জানান, বয়সজনিত অসুস্থতার কারণে গত ১৮ ডিসেম্বর রমজান আলী জামিন পান এবং হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাতকের বাসিন্দা সৈয়দ তিতুমীর, রমজান আলী ও সাদক আলীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা হয়। মামলায় উল্লেখ করা হয়, ১৯৭১ সালের ২৬ মে ছাতকের কালারুকা ইউনিয়নের মাধবপুর এলাকায় ১৮ জন যুবককে আটক করা হয়, যার মধ্যে ১৭ জনকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া, ৯ অক্টোবর রাজারগাঁও গ্রামে হামলা চালিয়ে আসামিরা এক নারীসহ ৪ জনকে হত্যা করে।

২০২৪ সালের ২৬ মে পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে, তবে সৈয়দ তিতুমীর পরবর্তীতে মৃত্যুবরণ করেন এবং সাদক আলী বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

গত ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মরতুজা মজুমদার, বিচারপতি শফিউল আলম মাহমুদ ও সিনিয়র জজ মহিতুল আনাম চৌধুরীর বেঞ্চে রমজান আলীর জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আসামির আইনজীবী মো. মুস্তাফিজ আলী পীর ও আব্দুস সাত্তার পালোয়ান তার পক্ষে শুনানি করেন এবং গুরুতর অসুস্থতা ও বার্ধক্যের ভিত্তিতে জামিনের আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন।

রমজান আলীর মৃত্যুতে তার পরিবারের সদস্য ও স্থানীয়রা শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার বিকেলে জানাজা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জামিনে থাকা ছাতকের যুদ্ধাপরাধ মামলায় আসামি রমজান আলীর মৃত্যু

Update Time : ০৮:৩৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা ১৯৭১ সালের যুদ্ধাপরাধ মামলায় জামিনে থাকা অবস্থায় ছাতকের বাসিন্দা রমজান আলী (৭৭) ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ছাতক উপজেলার আছাদনগর গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে আলী হোসেন। তিনি জানান, বয়সজনিত অসুস্থতার কারণে গত ১৮ ডিসেম্বর রমজান আলী জামিন পান এবং হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাতকের বাসিন্দা সৈয়দ তিতুমীর, রমজান আলী ও সাদক আলীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা হয়। মামলায় উল্লেখ করা হয়, ১৯৭১ সালের ২৬ মে ছাতকের কালারুকা ইউনিয়নের মাধবপুর এলাকায় ১৮ জন যুবককে আটক করা হয়, যার মধ্যে ১৭ জনকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া, ৯ অক্টোবর রাজারগাঁও গ্রামে হামলা চালিয়ে আসামিরা এক নারীসহ ৪ জনকে হত্যা করে।

২০২৪ সালের ২৬ মে পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে, তবে সৈয়দ তিতুমীর পরবর্তীতে মৃত্যুবরণ করেন এবং সাদক আলী বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

গত ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মরতুজা মজুমদার, বিচারপতি শফিউল আলম মাহমুদ ও সিনিয়র জজ মহিতুল আনাম চৌধুরীর বেঞ্চে রমজান আলীর জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আসামির আইনজীবী মো. মুস্তাফিজ আলী পীর ও আব্দুস সাত্তার পালোয়ান তার পক্ষে শুনানি করেন এবং গুরুতর অসুস্থতা ও বার্ধক্যের ভিত্তিতে জামিনের আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন।

রমজান আলীর মৃত্যুতে তার পরিবারের সদস্য ও স্থানীয়রা শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার বিকেলে জানাজা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।