বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যালয়ের হিসাব চাওয়ায় বাকবিতণ্ডা, প্রধান শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে

 

মাধবপুর, ৬ ফেব্রুয়ারি: মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার মো. রেজাউল করিম বিদ্যালয়ের হিসাব সংক্রান্ত বিষয়ে স্থানীয় একটি গ্রুপের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অবস্থায় সহকর্মীরা তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

জানা যায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে তেলিয়াপাড়া এলাকার রুস্তম আলীর ছেলে ফয়সল মিয়ার নেতৃত্বে ৮-১০ জনের একটি দল প্রধান শিক্ষকের কার্যালয়ে প্রবেশ করে বিদ্যালয়ের হিসাবপত্র দাবি করে। এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে তারা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিও জানায়। একপর্যায়ে প্রধান শিক্ষক মাথা ঘুরে চেয়ার থেকে পড়ে জ্ঞান হারান।

বিদ্যালয়ের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, আসন্ন ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে, আর এ ঘটনার মূল কারণও তাই বলে ধারণা করা হচ্ছে।

সহকারী প্রধান শিক্ষক আবুল বাশারকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে বিস্তারিত জানতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের সঙ্গে কথা বলছি। প্রধান শিক্ষকের জ্ঞান ফিরেছে বলে জানতে পেরেছি। বিস্তারিত জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিদ্যালয়ের হিসাব চাওয়ায় বাকবিতণ্ডা, প্রধান শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে

Update Time : ০৮:৫৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

 

মাধবপুর, ৬ ফেব্রুয়ারি: মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার মো. রেজাউল করিম বিদ্যালয়ের হিসাব সংক্রান্ত বিষয়ে স্থানীয় একটি গ্রুপের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অবস্থায় সহকর্মীরা তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

জানা যায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে তেলিয়াপাড়া এলাকার রুস্তম আলীর ছেলে ফয়সল মিয়ার নেতৃত্বে ৮-১০ জনের একটি দল প্রধান শিক্ষকের কার্যালয়ে প্রবেশ করে বিদ্যালয়ের হিসাবপত্র দাবি করে। এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে তারা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিও জানায়। একপর্যায়ে প্রধান শিক্ষক মাথা ঘুরে চেয়ার থেকে পড়ে জ্ঞান হারান।

বিদ্যালয়ের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, আসন্ন ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে, আর এ ঘটনার মূল কারণও তাই বলে ধারণা করা হচ্ছে।

সহকারী প্রধান শিক্ষক আবুল বাশারকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে বিস্তারিত জানতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের সঙ্গে কথা বলছি। প্রধান শিক্ষকের জ্ঞান ফিরেছে বলে জানতে পেরেছি। বিস্তারিত জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”