বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির সমাবেশে আরিফুল হক চৌধুরী: ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে

দেশি-বিদেশি ষড়যন্ত্র এখনো চলছে, তাই সবাইকে সচেতন থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, “কোনো দুষ্কৃতকারী যেন দলে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এমন কিছু করা যাবে না যাতে জনগণের আস্থা নষ্ট হয়। আওয়ামী শাসনামলে অন্যায়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত করা যাবে না।”

বুধবার শহরের পুরাতন বাসস্টেশনে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ বিভিন্ন দাবির পক্ষে বক্তব্য উপস্থাপন করা হয়।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, “নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, তা করেই দ্রুত নির্বাচন দিতে হবে। জনগণের ক্ষমতা দ্রুত জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। তাড়াতাড়ি নির্বাচন হলেই মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে।”

সুনামগঞ্জ বিএনপির শক্ত ঘাঁটি উল্লেখ করে তিনি বলেন, “তারেক রহমান ক্ষমতায় এলে সুনামগঞ্জের প্রতিটি সেক্টরে উন্নয়ন হবে। ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে সুনামগঞ্জবাসীর ভূমিকা আমাদের মুগ্ধ করেছে।”

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।

সমাবেশের সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক। বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও সমাবেশে বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিএনপির সমাবেশে আরিফুল হক চৌধুরী: ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে

Update Time : ০৭:৪৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

দেশি-বিদেশি ষড়যন্ত্র এখনো চলছে, তাই সবাইকে সচেতন থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, “কোনো দুষ্কৃতকারী যেন দলে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এমন কিছু করা যাবে না যাতে জনগণের আস্থা নষ্ট হয়। আওয়ামী শাসনামলে অন্যায়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত করা যাবে না।”

বুধবার শহরের পুরাতন বাসস্টেশনে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ বিভিন্ন দাবির পক্ষে বক্তব্য উপস্থাপন করা হয়।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, “নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, তা করেই দ্রুত নির্বাচন দিতে হবে। জনগণের ক্ষমতা দ্রুত জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। তাড়াতাড়ি নির্বাচন হলেই মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে।”

সুনামগঞ্জ বিএনপির শক্ত ঘাঁটি উল্লেখ করে তিনি বলেন, “তারেক রহমান ক্ষমতায় এলে সুনামগঞ্জের প্রতিটি সেক্টরে উন্নয়ন হবে। ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে সুনামগঞ্জবাসীর ভূমিকা আমাদের মুগ্ধ করেছে।”

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।

সমাবেশের সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক। বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও সমাবেশে বক্তব্য রাখেন।