শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালগঞ্জে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে (১২টা ১ মিনিটে) জামালগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, থানা পুলিশ, বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত ক্রমানুসারে প্রথমে প্রশাসনের, এরপর মুক্তিযোদ্ধাদের এবং পরে বিএনপির নেতাকর্মীদের পুষ্পস্তবক অর্পণের ঘোষণা দেওয়া হয়। বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিতে গেলে হঠাৎ করেই তাদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতি-মারামারি শুরু হয়। এতে নয়াহালট গ্রামের মৃত তহুর মিয়ার ছেলে ফারহান আলম গুরুতর আহত হন এবং তাকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হয়।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর বলেন, “এমন জাতীয় একটি দিবসে শহীদ মিনারে সংঘর্ষের ঘটনা দুঃখজনক।”

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, “শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণের সময় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, যা পুলিশ দ্রুত নিয়ন্ত্রণে আনে। তবে এখনো এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জামালগঞ্জে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

Update Time : ০৮:৫৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে (১২টা ১ মিনিটে) জামালগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, থানা পুলিশ, বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত ক্রমানুসারে প্রথমে প্রশাসনের, এরপর মুক্তিযোদ্ধাদের এবং পরে বিএনপির নেতাকর্মীদের পুষ্পস্তবক অর্পণের ঘোষণা দেওয়া হয়। বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিতে গেলে হঠাৎ করেই তাদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতি-মারামারি শুরু হয়। এতে নয়াহালট গ্রামের মৃত তহুর মিয়ার ছেলে ফারহান আলম গুরুতর আহত হন এবং তাকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হয়।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর বলেন, “এমন জাতীয় একটি দিবসে শহীদ মিনারে সংঘর্ষের ঘটনা দুঃখজনক।”

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, “শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণের সময় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, যা পুলিশ দ্রুত নিয়ন্ত্রণে আনে। তবে এখনো এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”