শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • Update Time : ০৮:০০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০৬ Time View

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নৈরাজ্যের প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে হোসেন বখত চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক ইমন দ্দোজা আহমেদ, সদস্য সচিব নাজমুস সাকিব, যুগ্ম আহ্বায়ক জিহান জোবায়ের, শবনম দোজা জ্যোতি প্রমুখ। বক্তারা বলেন, দেশে ধর্ষণ, হত্যা ও ছিনতাই বেড়ে গেছে। নারীরা রাস্তায় নিরাপদ নয়, এমনকি দিনে-দুপুরেও তারা হামলার শিকার হচ্ছেন।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা না করলে আন্দোলন আরও কঠোর হবে। তারা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এর মধ্যে দোষীদের আইনের আওতায় না আনা হলে আবারও রাজপথে নামবে শিক্ষার্থীরা। ছাত্র-জনতাই নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করবে এবং প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সুনামগঞ্জে ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Update Time : ০৮:০০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নৈরাজ্যের প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে হোসেন বখত চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক ইমন দ্দোজা আহমেদ, সদস্য সচিব নাজমুস সাকিব, যুগ্ম আহ্বায়ক জিহান জোবায়ের, শবনম দোজা জ্যোতি প্রমুখ। বক্তারা বলেন, দেশে ধর্ষণ, হত্যা ও ছিনতাই বেড়ে গেছে। নারীরা রাস্তায় নিরাপদ নয়, এমনকি দিনে-দুপুরেও তারা হামলার শিকার হচ্ছেন।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা না করলে আন্দোলন আরও কঠোর হবে। তারা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এর মধ্যে দোষীদের আইনের আওতায় না আনা হলে আবারও রাজপথে নামবে শিক্ষার্থীরা। ছাত্র-জনতাই নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করবে এবং প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।