শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে এককালীন পেনশনের চেক বিতরণ

সুনামগঞ্জ পৌরসভার অবসরপ্রাপ্ত ১২ কর্মকর্তা-কর্মচারীর মাঝে এককালীন ১ কোটি ১৪ লাখ টাকার পেনশনের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) সকাল ১১টায় পৌর প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম চেকগুলো বিতরণ করেন।

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, আবেগাপ্লুত কর্মকর্তা-কর্মচারীরা

চেক হাতে পেয়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা আনন্দ ও আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা জানান, দীর্ঘদিন ধরে কোনো ধরনের হয়রানি ছাড়াই তাদের ন্যায্য পাওনা বুঝে পেলেন, যা আগে কোনো পৌর মেয়রের শাসনামলে হয়নি।

অবসরপ্রাপ্ত মো. মতিউর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে পেনশনের টাকার জন্য ঘুরেছি, কিন্তু পাইনি। আজ পৌর প্রশাসক স্যারের উদ্যোগে আমার ৮ লাখ ৮৫ হাজার ৬৯ টাকার চেক হাতে পেয়েছি। সামনে ঈদ, এই টাকা পেয়ে আমি সত্যিই আনন্দিত।”

অপর এক অবসরপ্রাপ্ত কর্মচারী শিবু প্রসাদ দত্ত বলেন, “১৩ লাখ ১৪ হাজার ৫৮৮ টাকার চেক পেয়ে আমি অভিভূত। এ টাকা দিয়ে অবশিষ্ট জীবন ভালোভাবে কাটানোর পরিকল্পনা করতে পারবো।”

এককালীন পেনশন পরিশোধে প্রশাসকের উদ্যোগ

সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, “পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য পেনশন পাওয়ার ক্ষেত্রে যে দীর্ঘসূত্রতা ছিল, সেটি ভাঙার চেষ্টা করেছি। তাদের অর্থ প্রাপ্তি নিশ্চিত করতে আমরা উদ্যোগ নিয়েছি।”

তিনি আরও জানান, “আজ ১২ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর হাতে এককালীন ১ কোটি ১৪ লাখ টাকার চেক তুলে দিতে পেরে ভালো লাগছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল, সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, হিসাবরক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাস।

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা এই উদ্যোগের জন্য পৌর প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধারা বজায় রাখার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে এককালীন পেনশনের চেক বিতরণ

Update Time : ১০:০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

সুনামগঞ্জ পৌরসভার অবসরপ্রাপ্ত ১২ কর্মকর্তা-কর্মচারীর মাঝে এককালীন ১ কোটি ১৪ লাখ টাকার পেনশনের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) সকাল ১১টায় পৌর প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম চেকগুলো বিতরণ করেন।

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, আবেগাপ্লুত কর্মকর্তা-কর্মচারীরা

চেক হাতে পেয়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা আনন্দ ও আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা জানান, দীর্ঘদিন ধরে কোনো ধরনের হয়রানি ছাড়াই তাদের ন্যায্য পাওনা বুঝে পেলেন, যা আগে কোনো পৌর মেয়রের শাসনামলে হয়নি।

অবসরপ্রাপ্ত মো. মতিউর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে পেনশনের টাকার জন্য ঘুরেছি, কিন্তু পাইনি। আজ পৌর প্রশাসক স্যারের উদ্যোগে আমার ৮ লাখ ৮৫ হাজার ৬৯ টাকার চেক হাতে পেয়েছি। সামনে ঈদ, এই টাকা পেয়ে আমি সত্যিই আনন্দিত।”

অপর এক অবসরপ্রাপ্ত কর্মচারী শিবু প্রসাদ দত্ত বলেন, “১৩ লাখ ১৪ হাজার ৫৮৮ টাকার চেক পেয়ে আমি অভিভূত। এ টাকা দিয়ে অবশিষ্ট জীবন ভালোভাবে কাটানোর পরিকল্পনা করতে পারবো।”

এককালীন পেনশন পরিশোধে প্রশাসকের উদ্যোগ

সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, “পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য পেনশন পাওয়ার ক্ষেত্রে যে দীর্ঘসূত্রতা ছিল, সেটি ভাঙার চেষ্টা করেছি। তাদের অর্থ প্রাপ্তি নিশ্চিত করতে আমরা উদ্যোগ নিয়েছি।”

তিনি আরও জানান, “আজ ১২ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর হাতে এককালীন ১ কোটি ১৪ লাখ টাকার চেক তুলে দিতে পেরে ভালো লাগছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল, সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, হিসাবরক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাস।

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা এই উদ্যোগের জন্য পৌর প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধারা বজায় রাখার আহ্বান জানান।