বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে ছুরিকাঘাতে দিরাই’র ব্যবসায়ী খুন

সিলেটের বিশ্বনাথে অজ্ঞাতনামা ব্যক্তির ছুরিকাঘাতে এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী খুন হয়েছেন।

রোববার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পীরের বাজার এলাকায় হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

নিহত ব্যবসায়ী নিপেশ তালুকদার (৪২) দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের কিত্তাগাঁও সোলেমান পুর গ্রামের সানন্দ তালুকদারের পুত্র। সে পরিবার নিয়ে সিলেটের জালালাবাদ থানার তেমুখিস্থ খালেদ মিয়ার বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় বসবাস করে আসছিল।

হত্যাকান্ডের খবর পেয়ে রাত ১১টার দিকে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম-সেবা ও বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরীর নেতৃত্বে একদল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার ফজলুল হক জানান, খুন হওয়া নিপেশ তালুকদার প্রতিদিন বাইসাইকেল দিয়ে বাজারে বাজারে পান, সুপারী ও সিগারেট ফেরি করে বিক্রি করতেন। আজও (রোববার) সন্ধ্যায় একই ভাবে বাইসাইকেল দিয়ে মালামাল বিক্রি শেষে পীরের বাজারের পশ্চিমে যাওয়া মাত্রই অজ্ঞাতনামা লোকজন তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সে রক্তাক্ত অবস্থায় দৌড়ে পীরের বাজারের ব্যবসীয় আকদ্দুছ আলীর চায়ের দোকানে এসে মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ বাঁচানোর আকুতি জানায়। কিন্তু স্থানীয় লোকজন তাকে ডাক্তার বা হাসাপাতালে নিয়ে যাওয়ার পূর্বে মৃত্যুরবণ করে।

ব্যবসায়ী হত্যাকান্ডের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিক অবস্থায় হত্যাকান্ডের সাথে কে বা কারা জড়িত আছে তা সনাক্ত করা যায়নি। অভিযোগের পরিপ্রেক্ষিতে হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিশ্বনাথে ছুরিকাঘাতে দিরাই’র ব্যবসায়ী খুন

Update Time : ০৮:৪৫:০১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

সিলেটের বিশ্বনাথে অজ্ঞাতনামা ব্যক্তির ছুরিকাঘাতে এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী খুন হয়েছেন।

রোববার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পীরের বাজার এলাকায় হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

নিহত ব্যবসায়ী নিপেশ তালুকদার (৪২) দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের কিত্তাগাঁও সোলেমান পুর গ্রামের সানন্দ তালুকদারের পুত্র। সে পরিবার নিয়ে সিলেটের জালালাবাদ থানার তেমুখিস্থ খালেদ মিয়ার বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় বসবাস করে আসছিল।

হত্যাকান্ডের খবর পেয়ে রাত ১১টার দিকে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম-সেবা ও বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরীর নেতৃত্বে একদল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার ফজলুল হক জানান, খুন হওয়া নিপেশ তালুকদার প্রতিদিন বাইসাইকেল দিয়ে বাজারে বাজারে পান, সুপারী ও সিগারেট ফেরি করে বিক্রি করতেন। আজও (রোববার) সন্ধ্যায় একই ভাবে বাইসাইকেল দিয়ে মালামাল বিক্রি শেষে পীরের বাজারের পশ্চিমে যাওয়া মাত্রই অজ্ঞাতনামা লোকজন তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সে রক্তাক্ত অবস্থায় দৌড়ে পীরের বাজারের ব্যবসীয় আকদ্দুছ আলীর চায়ের দোকানে এসে মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ বাঁচানোর আকুতি জানায়। কিন্তু স্থানীয় লোকজন তাকে ডাক্তার বা হাসাপাতালে নিয়ে যাওয়ার পূর্বে মৃত্যুরবণ করে।

ব্যবসায়ী হত্যাকান্ডের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিক অবস্থায় হত্যাকান্ডের সাথে কে বা কারা জড়িত আছে তা সনাক্ত করা যায়নি। অভিযোগের পরিপ্রেক্ষিতে হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।