শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাভীর পেট থেকে জন্ম নিলো অদ্ভুত প্রকৃতির বাছুর!

দেখতে কিছুটা অদ্ভুত। আবার অলৌকিক বললেও ভুল হবে না। গাভীর পেট থেকে এমনই অদ্ভুত ও অলৌকিক বাছুর জন্ম নিয়েছে রাজশাহীর দুর্গাপুর উপজেলায়। সদ্য ভূমিষ্ঠ বাছুরটির দুই মাথা, তিন কান ও চার চোখ।

গ্রীক পুরাণে শক্তিশালী, একচোখা দৈত্য ছিল, যারা জিউসকে টাইটানদের পরাজিত করতে সাহায্য করেছিল এবং ওডিসিয়াসকে সময়মতো বাড়ি ফিরে যেতে বাধা দিয়েছিল। হঠাৎ করে বাছুরটিকে দেখলে যে কারও মনে পড়ে যাবে গ্রিক পুরাণে বর্ণনা করা সেই এক চোখের দানব সাইক্লোপসের কথা।

অদ্ভুত প্রকৃতির বাছুরটিকে দেখতে দূর-দূরান্ত থেকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার নন্দীগ্রামের হিন্দু পাড়ায় ছুটে আসছেন উৎসুক মানুষ।
রোববার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নান্দীগ্রাম হিন্দুপাড়ার বাসিন্দা জ্যোতিষ সন্ন্যাসীর (৩৫) বাড়িতে। তার পালিত গাভী থেকে ওই বাছুরটির জন্ম হয়।

জ্যোতিষ সন্ন্যাসী জানান, গরু-বাছুর পালন করেই আমার দিন যায়। আমার একটা গাভী আজ বাছুর জন্ম দিয়েছে। হঠাৎ দেখি বাছুরটির দুই মাথা, তিন কান ও চার চোখ। তবে পা চারটায় রয়েছে। অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ঠিক রয়েছে। প্রথমে কিছুটা ভয় পেয়েছিলাম। এমন অদ্ভুত বাছুর কখনোই দেখেনি।

নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী সরদার বলেন, ঘটনাটি আমার গ্রামের। খবর পেয়ে বাছুরটি এক নজর দেখতে গেছিলাম। বাছুরটি দেখতে অদ্ভুত প্রকৃতির। একরকম ‘অলৌকিক’। বাছুরটি দেখার জন্য উৎসুক মানুষজন ভিড় জমিয়েছে জ্যোতিষ সন্ন্যাসীর বাড়িতে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘উপজেলার নান্দিগ্রামের হিন্দুপাড়া বাসিন্দা জ্যোতিষ সন্ন্যাসীর বাড়িতে একটি বিকলাঙ্গ বাছুরের জন্ম হয়েছে। জেনেটিক ডিজঅর্ডারের কারণে বাছুরটি এ রকম বিকলাঙ্গ হয়েছে। এটার তেমন চিকিৎসা নেই। এসব বাছুর খুব স্বল্প মেয়াদে বাঁচে। বলা যায় কয়েক ঘণ্টা বা কয়েকদিন পর্যন্ত বাঁচতে পারে।’

তিনি আরও বলেন, পিএফজি থেকে জ্যোতিষ সন্ন্যাসীকে আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাভীর পেট থেকে জন্ম নিলো অদ্ভুত প্রকৃতির বাছুর!

Update Time : ১১:৩১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

দেখতে কিছুটা অদ্ভুত। আবার অলৌকিক বললেও ভুল হবে না। গাভীর পেট থেকে এমনই অদ্ভুত ও অলৌকিক বাছুর জন্ম নিয়েছে রাজশাহীর দুর্গাপুর উপজেলায়। সদ্য ভূমিষ্ঠ বাছুরটির দুই মাথা, তিন কান ও চার চোখ।

গ্রীক পুরাণে শক্তিশালী, একচোখা দৈত্য ছিল, যারা জিউসকে টাইটানদের পরাজিত করতে সাহায্য করেছিল এবং ওডিসিয়াসকে সময়মতো বাড়ি ফিরে যেতে বাধা দিয়েছিল। হঠাৎ করে বাছুরটিকে দেখলে যে কারও মনে পড়ে যাবে গ্রিক পুরাণে বর্ণনা করা সেই এক চোখের দানব সাইক্লোপসের কথা।

অদ্ভুত প্রকৃতির বাছুরটিকে দেখতে দূর-দূরান্ত থেকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার নন্দীগ্রামের হিন্দু পাড়ায় ছুটে আসছেন উৎসুক মানুষ।
রোববার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নান্দীগ্রাম হিন্দুপাড়ার বাসিন্দা জ্যোতিষ সন্ন্যাসীর (৩৫) বাড়িতে। তার পালিত গাভী থেকে ওই বাছুরটির জন্ম হয়।

জ্যোতিষ সন্ন্যাসী জানান, গরু-বাছুর পালন করেই আমার দিন যায়। আমার একটা গাভী আজ বাছুর জন্ম দিয়েছে। হঠাৎ দেখি বাছুরটির দুই মাথা, তিন কান ও চার চোখ। তবে পা চারটায় রয়েছে। অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ঠিক রয়েছে। প্রথমে কিছুটা ভয় পেয়েছিলাম। এমন অদ্ভুত বাছুর কখনোই দেখেনি।

নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী সরদার বলেন, ঘটনাটি আমার গ্রামের। খবর পেয়ে বাছুরটি এক নজর দেখতে গেছিলাম। বাছুরটি দেখতে অদ্ভুত প্রকৃতির। একরকম ‘অলৌকিক’। বাছুরটি দেখার জন্য উৎসুক মানুষজন ভিড় জমিয়েছে জ্যোতিষ সন্ন্যাসীর বাড়িতে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘উপজেলার নান্দিগ্রামের হিন্দুপাড়া বাসিন্দা জ্যোতিষ সন্ন্যাসীর বাড়িতে একটি বিকলাঙ্গ বাছুরের জন্ম হয়েছে। জেনেটিক ডিজঅর্ডারের কারণে বাছুরটি এ রকম বিকলাঙ্গ হয়েছে। এটার তেমন চিকিৎসা নেই। এসব বাছুর খুব স্বল্প মেয়াদে বাঁচে। বলা যায় কয়েক ঘণ্টা বা কয়েকদিন পর্যন্ত বাঁচতে পারে।’

তিনি আরও বলেন, পিএফজি থেকে জ্যোতিষ সন্ন্যাসীকে আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে।