বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়- আমীর খসরু মাহমুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মোটেই সম্ভব নয়। বিএনপি জাতীয় নির্বাচনের জন্য পুরোপুরো প্রস্তুত। জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান চৌধুরীর একটি বক্তব্য প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে শনিবার দুপুরে সিলেটে সাংবাদিকদের এমনটি বলেন আমীর খসরু। এরআগে শুক্রবরে রাতে সিলেটে একটি অনুষ্ঠানে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত’ বলে মন্তব্য করেন। জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, দুটি কারণে স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত। বর্তমানে জাতীয় সরকারের সকল স্তরে এক ধরনের বিশৃংখল অবস্থা বিরাজমান। অতি তাড়াতাড়ি এটা সমাধানে শুধু সরকারকে একার পক্ষে কাজ করলে হবে না, সকল রাজনৈতিক দলকেও একযোগে কাজ করতে হবে। আরেকটি কারণ হিসেবে তিনি বলেন, নির্বাচন কমিশনের দক্ষতা ও বিশ্বাস যোগ্যতা প্রমাণের ক্ষেত্রে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। এ সময় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের আলোচিত নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন৷ তবে শনিবার সিলেট এসে জামায়াত আমিরের এমন যুক্তির সাথে দ্বিমত জানান আমীর খসরু। শনিবার দুপুরে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে ‘সিলেট বিজনেস ডায়লগ’ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। এরপর তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। এরআগে ওই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বাংলাদেশে অর্থনীতি নিয়ে যে সৃজনশীলতা ছিলো তা গেল ১৭ বছরে ধ্বংস করা হয়েছে।তিনি বলেন, ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, তবে ফ্যাসিস্ট মুক্ত করতে হবে।আমীর খসরু বলেন, বিএনপি ক্ষমতায় আসলে মাসে কর্মসংস্থান বাড়ানোর কার্যক্রম হাতে নেওয়া হবে। দেড় বছরে ১ কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষমাত্রা বিএনপির। সবচেয়ে বেশি জোর দেওয়া হবে তথ্য প্রযুক্তিখাতে। নূন্যতম এসএসসি পাস তরুণদের আইসিটি খাতে চাকরি দেওয়া হবে।বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদিরের আয়োজনে এ অনুষ্টানে সিলেটের ও জাতীয় অর্থনীতির চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাবেক সভাপতি ফজলুল হক।অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়- আমীর খসরু মাহমুদ

Update Time : ০৩:১৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মোটেই সম্ভব নয়। বিএনপি জাতীয় নির্বাচনের জন্য পুরোপুরো প্রস্তুত। জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান চৌধুরীর একটি বক্তব্য প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে শনিবার দুপুরে সিলেটে সাংবাদিকদের এমনটি বলেন আমীর খসরু। এরআগে শুক্রবরে রাতে সিলেটে একটি অনুষ্ঠানে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত’ বলে মন্তব্য করেন। জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, দুটি কারণে স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত। বর্তমানে জাতীয় সরকারের সকল স্তরে এক ধরনের বিশৃংখল অবস্থা বিরাজমান। অতি তাড়াতাড়ি এটা সমাধানে শুধু সরকারকে একার পক্ষে কাজ করলে হবে না, সকল রাজনৈতিক দলকেও একযোগে কাজ করতে হবে। আরেকটি কারণ হিসেবে তিনি বলেন, নির্বাচন কমিশনের দক্ষতা ও বিশ্বাস যোগ্যতা প্রমাণের ক্ষেত্রে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। এ সময় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের আলোচিত নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন৷ তবে শনিবার সিলেট এসে জামায়াত আমিরের এমন যুক্তির সাথে দ্বিমত জানান আমীর খসরু। শনিবার দুপুরে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে ‘সিলেট বিজনেস ডায়লগ’ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। এরপর তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। এরআগে ওই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বাংলাদেশে অর্থনীতি নিয়ে যে সৃজনশীলতা ছিলো তা গেল ১৭ বছরে ধ্বংস করা হয়েছে।তিনি বলেন, ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, তবে ফ্যাসিস্ট মুক্ত করতে হবে।আমীর খসরু বলেন, বিএনপি ক্ষমতায় আসলে মাসে কর্মসংস্থান বাড়ানোর কার্যক্রম হাতে নেওয়া হবে। দেড় বছরে ১ কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষমাত্রা বিএনপির। সবচেয়ে বেশি জোর দেওয়া হবে তথ্য প্রযুক্তিখাতে। নূন্যতম এসএসসি পাস তরুণদের আইসিটি খাতে চাকরি দেওয়া হবে।বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদিরের আয়োজনে এ অনুষ্টানে সিলেটের ও জাতীয় অর্থনীতির চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাবেক সভাপতি ফজলুল হক।অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।