বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৯ বছর পর টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

দীর্ঘ ৯ বছর পর টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানকে হারাল বাংলাদেশ।

রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ পাকিস্তানকে হারায় ৭ উইকেটের ব্যবধানে।টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ফখর জামানের ৩৪ বলে ৪৪ রানের সুবাদে পাকিস্তান সংগ্রহ করে ১১০ রান। দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজুর রহমান (৪-০-৬-২) এবং তাসকিন আহমেদ (৩.৩-০-২২-৩)। তাদের সঙ্গে তাল মিলিয়ে উইকেট নেন তানজিম হাসান ও মাহেদী হাসানও।

তবে ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারেই ফিরেন তানজিদ হাসান তামিম। পরের ওভারেই বিদায় নেন অধিনায়ক লিটন দাস। হঠাৎ করেই ৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল।এই চাপ সামাল দেন তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। শুরুতে দ্রুত কয়েকটি ছক্কা হাঁকিয়ে ম্যাচের গতি ফেরান তারা। এরপর খেলেন ধীরস্থির ও পরিস্থিতি অনুযায়ী ইনিংস। হৃদয় দুইবার জীবন পেয়ে ৩৬ রান করে আউট হলেও, পারভেজ ইমন ছিলেন অনবদ্য। ৩৯ বলে ৫৬ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি।পাকিস্তানের পক্ষে একমাত্র উজ্জ্বল দিক ছিলেন অভিষিক্ত পেসার সালমান মির্জা, যিনি মাত্র ১৭ রান খরচায় ২ উইকেট নিয়েছেন।১৪.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে ১০৬ রান করে বাংলাদেশ, জয়ের জন্য দরকার ছিল মাত্র ৫ রান। তখনই কার্যত নিশ্চিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। পরের ওভারে জয় তুলে নেয় স্বাগতিকরা।এই জয়ে ২০১৬ সালের পর প্রথমবার পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারাল বাংলাদেশ।

স্কোর সংক্ষেপ:
পাকিস্তান: ১১০ (১৯.৩ ওভারে); ফখর ৪৪, তাসকিন ৩/২২, মুস্তাফিজ ২/৬
বাংলাদেশ: ১১২/৩ (১৪.৪ ওভারে); ইমন ৫৬*, হৃদয় ৩৬, সালমান মির্জা ২/১৭
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
সিরিজ: বাংলাদেশ ১-০ তে এগিয়ে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৯ বছর পর টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

Update Time : ১১:৪৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

দীর্ঘ ৯ বছর পর টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানকে হারাল বাংলাদেশ।

রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ পাকিস্তানকে হারায় ৭ উইকেটের ব্যবধানে।টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ফখর জামানের ৩৪ বলে ৪৪ রানের সুবাদে পাকিস্তান সংগ্রহ করে ১১০ রান। দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজুর রহমান (৪-০-৬-২) এবং তাসকিন আহমেদ (৩.৩-০-২২-৩)। তাদের সঙ্গে তাল মিলিয়ে উইকেট নেন তানজিম হাসান ও মাহেদী হাসানও।

তবে ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারেই ফিরেন তানজিদ হাসান তামিম। পরের ওভারেই বিদায় নেন অধিনায়ক লিটন দাস। হঠাৎ করেই ৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল।এই চাপ সামাল দেন তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। শুরুতে দ্রুত কয়েকটি ছক্কা হাঁকিয়ে ম্যাচের গতি ফেরান তারা। এরপর খেলেন ধীরস্থির ও পরিস্থিতি অনুযায়ী ইনিংস। হৃদয় দুইবার জীবন পেয়ে ৩৬ রান করে আউট হলেও, পারভেজ ইমন ছিলেন অনবদ্য। ৩৯ বলে ৫৬ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি।পাকিস্তানের পক্ষে একমাত্র উজ্জ্বল দিক ছিলেন অভিষিক্ত পেসার সালমান মির্জা, যিনি মাত্র ১৭ রান খরচায় ২ উইকেট নিয়েছেন।১৪.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে ১০৬ রান করে বাংলাদেশ, জয়ের জন্য দরকার ছিল মাত্র ৫ রান। তখনই কার্যত নিশ্চিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। পরের ওভারে জয় তুলে নেয় স্বাগতিকরা।এই জয়ে ২০১৬ সালের পর প্রথমবার পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারাল বাংলাদেশ।

স্কোর সংক্ষেপ:
পাকিস্তান: ১১০ (১৯.৩ ওভারে); ফখর ৪৪, তাসকিন ৩/২২, মুস্তাফিজ ২/৬
বাংলাদেশ: ১১২/৩ (১৪.৪ ওভারে); ইমন ৫৬*, হৃদয় ৩৬, সালমান মির্জা ২/১৭
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
সিরিজ: বাংলাদেশ ১-০ তে এগিয়ে