বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিরাই রাস্তায় সেতু ভেঙে ৯ ঘণ্টা যান চলাচল বন্ধ

সুনামগঞ্জ-দিরাই আঞ্চলিক মহাসড়কের কাঠইর (দিরাই রাস্তা) এলাকায় বেইলি সেতুর পাটাতন ভেঙে পড়ায় সুনামগঞ্জ সদর ও সিলেটের সঙ্গে দিরাই, শাল্লা এবং জামালগঞ্জ উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ প্রায় ৯ ঘণ্টা বন্ধ ছিল। এতে হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হন।

বুধবার (২৭ আগস্ট) ভোর ৪টার দিকে অতিরিক্ত মালবোঝাই একটি ট্রাক সেতুটি পার হওয়ার সময় পাটাতন ভেঙে যায়। এ ঘটনায় উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা দীর্ঘ সময় দুর্ভোগ পোহান।

খবর পেয়ে সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা দ্রুত মেরামত কাজ শুরু করেন। দুপুর ১টার দিকে জরুরি ভিত্তিতে মেরামত সম্পন্ন হলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

সওজ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ জানান, কাঠইর বেইলি ব্রিজে ৩০ টনের একটি ট্রাক আটকে গিয়েছিল। দ্রুত ট্রাক সরিয়ে সেতুটি মেরামত করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, বেইলি সেতুর পাশে একটি নতুন সেতুর নির্মাণকাজ চলছে। আশা করছি ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ হবে। তখন এ ধরনের ভোগান্তি আর থাকবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দিরাই রাস্তায় সেতু ভেঙে ৯ ঘণ্টা যান চলাচল বন্ধ

Update Time : ১০:৫৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

সুনামগঞ্জ-দিরাই আঞ্চলিক মহাসড়কের কাঠইর (দিরাই রাস্তা) এলাকায় বেইলি সেতুর পাটাতন ভেঙে পড়ায় সুনামগঞ্জ সদর ও সিলেটের সঙ্গে দিরাই, শাল্লা এবং জামালগঞ্জ উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ প্রায় ৯ ঘণ্টা বন্ধ ছিল। এতে হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হন।

বুধবার (২৭ আগস্ট) ভোর ৪টার দিকে অতিরিক্ত মালবোঝাই একটি ট্রাক সেতুটি পার হওয়ার সময় পাটাতন ভেঙে যায়। এ ঘটনায় উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা দীর্ঘ সময় দুর্ভোগ পোহান।

খবর পেয়ে সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা দ্রুত মেরামত কাজ শুরু করেন। দুপুর ১টার দিকে জরুরি ভিত্তিতে মেরামত সম্পন্ন হলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

সওজ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ জানান, কাঠইর বেইলি ব্রিজে ৩০ টনের একটি ট্রাক আটকে গিয়েছিল। দ্রুত ট্রাক সরিয়ে সেতুটি মেরামত করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, বেইলি সেতুর পাশে একটি নতুন সেতুর নির্মাণকাজ চলছে। আশা করছি ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ হবে। তখন এ ধরনের ভোগান্তি আর থাকবে না।