বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৫টি মোটরসাইকেল উদ্ধার

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি রয়েল এনফিল্ডসহ মোট পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা বিভিন্ন জেলা থেকে চুরি করা হয়েছিল।

গত ২১ আগস্ট রাতে মৌলভীবাজার শহরের গীর্জাপাড়া এলাকায় জনৈক মাহবুব হাসানের ভাড়াবাসা থেকে একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় বাদী থানায় মামলা করেন।

চুরির ঘটনার পরই পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবার নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়েরের তত্ত্বাবধানে অভিযান শুরু হয়।

সদর থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই জয়ন্ত সরকার, এসআই হিরন কুমার বিশ্বাস, এসআই উৎপল সাহাসহ একটি বিশেষ টিম গঠন করা হয়।

তদন্তকালে প্রায় ৪৭টি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চক্রের মূলহোতা ও সহযোগীদের শনাক্ত করে পুলিশ।

এরই ধারাবাহিকতায় গত ২৮ আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে বাপ্পী দাস ওরফে বাপ্পী সরকার ওরফে সাগর (৩৫)-কে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে আরও দুই আসামি তোফাজ্জল ওরফে তাফাজ্জুল হোসেন এবং মো. বাবুল হোসেনকে আটক করা হয়।

অভিযানে বাবুল হোসেনের হেফাজত থেকে একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যমতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার পলতাকান্দা গ্রামের সোহানের বাড়ি থেকে মামলার চোরাই যাওয়া রয়েল এনফিল্ডসহ আরও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরে আদালতের নির্দেশে পাঁচ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে একই স্থান থেকে আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সদর থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান জানান, ’এ পর্যন্ত মোট পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন থানা এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে কিশোরগঞ্জ জেলার ভৈরবের সোহানের কাছে বিক্রি করে আসছিল। আমরা তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৫টি মোটরসাইকেল উদ্ধার

Update Time : ০২:৫৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি রয়েল এনফিল্ডসহ মোট পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা বিভিন্ন জেলা থেকে চুরি করা হয়েছিল।

গত ২১ আগস্ট রাতে মৌলভীবাজার শহরের গীর্জাপাড়া এলাকায় জনৈক মাহবুব হাসানের ভাড়াবাসা থেকে একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় বাদী থানায় মামলা করেন।

চুরির ঘটনার পরই পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবার নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়েরের তত্ত্বাবধানে অভিযান শুরু হয়।

সদর থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই জয়ন্ত সরকার, এসআই হিরন কুমার বিশ্বাস, এসআই উৎপল সাহাসহ একটি বিশেষ টিম গঠন করা হয়।

তদন্তকালে প্রায় ৪৭টি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চক্রের মূলহোতা ও সহযোগীদের শনাক্ত করে পুলিশ।

এরই ধারাবাহিকতায় গত ২৮ আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে বাপ্পী দাস ওরফে বাপ্পী সরকার ওরফে সাগর (৩৫)-কে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে আরও দুই আসামি তোফাজ্জল ওরফে তাফাজ্জুল হোসেন এবং মো. বাবুল হোসেনকে আটক করা হয়।

অভিযানে বাবুল হোসেনের হেফাজত থেকে একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যমতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার পলতাকান্দা গ্রামের সোহানের বাড়ি থেকে মামলার চোরাই যাওয়া রয়েল এনফিল্ডসহ আরও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরে আদালতের নির্দেশে পাঁচ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে একই স্থান থেকে আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সদর থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান জানান, ’এ পর্যন্ত মোট পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন থানা এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে কিশোরগঞ্জ জেলার ভৈরবের সোহানের কাছে বিক্রি করে আসছিল। আমরা তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।’