বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিরাই সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা

সুনামগঞ্জের দিরাই সরকারি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ইতিহাস-ঐতিহ্যের সাথে তরুণ প্রজন্মকে পরিচিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, ‘তারেক রহমানের সালাম নিন, ছাত্রদলে যোগ দিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের জন্য ইতোমধ্যেই প্রশ্নপত্র সরবরাহ করা হচ্ছে।

প্রশ্নগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ, জাতীয় ইতিহাস, সাহিত্য, রাজনীতি, বিজ্ঞান ও সাধারণ জ্ঞানভিত্তিক।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। ১ম পুরস্কার-একটি ল্যাপটপ, ২য় পুরস্কার-একটি স্মার্ট ট্যাব, ৩য় পুরস্কার- একটি চার্জার ফ্যান এছাড়াও চতুর্থ থেকে দশম পর্যন্ত বিজয়ীদের জন্য বিভিন্ন শিক্ষা উপকরণ পুরস্কার হিসেবে প্রদান করা হবে।

প্রতিযোগিতার জন্য উত্তরপত্র ভাড়া বা বিক্রি করা যাবে না। একজন শিক্ষার্থী কেবলমাত্র একবারই অংশগ্রহণ করতে পারবেন। সব প্রশ্নের উত্তর দিতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
বিজয়ী তালিকা প্রকাশের পর কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। বিস্তারিত জানতে 01750896239 নাম্বারে কল করতে বলা হয়েছে।

কুইজ প্রতিযোগিতা আয়োজন করছে দিরাই সরকারি কলেজ ছাত্রদল, আর সার্বিক সহযোগিতায় আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, দিরাই উপজেলা ও পৌর শাখা। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন, মোঃ সালমান মিয়া, আহবায়ক, দিরাই সরকারি কলেজ ছাত্রদল। মোঃ মুবিন চৌধুরী, সদস্য সচিব (ভারপ্রাপ্ত), দিরাই সরকারি কলেজ ছাত্রদল।

সার্বিক তদারকিতে রয়েছেন, আবু হাসান চৌধুরী সাজু, আহ্বায়ক, দিরাই উপজেলা ছাত্রদল। প্রতিযোগিতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। অনেকেই বলছেন, এ ধরনের আয়োজন কেবল প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের ইতিহাস জানার ও নিজেদের মেধা বিকাশের সুযোগ করে দেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দিরাই সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা

Update Time : ০৬:৪৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

সুনামগঞ্জের দিরাই সরকারি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ইতিহাস-ঐতিহ্যের সাথে তরুণ প্রজন্মকে পরিচিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, ‘তারেক রহমানের সালাম নিন, ছাত্রদলে যোগ দিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের জন্য ইতোমধ্যেই প্রশ্নপত্র সরবরাহ করা হচ্ছে।

প্রশ্নগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ, জাতীয় ইতিহাস, সাহিত্য, রাজনীতি, বিজ্ঞান ও সাধারণ জ্ঞানভিত্তিক।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। ১ম পুরস্কার-একটি ল্যাপটপ, ২য় পুরস্কার-একটি স্মার্ট ট্যাব, ৩য় পুরস্কার- একটি চার্জার ফ্যান এছাড়াও চতুর্থ থেকে দশম পর্যন্ত বিজয়ীদের জন্য বিভিন্ন শিক্ষা উপকরণ পুরস্কার হিসেবে প্রদান করা হবে।

প্রতিযোগিতার জন্য উত্তরপত্র ভাড়া বা বিক্রি করা যাবে না। একজন শিক্ষার্থী কেবলমাত্র একবারই অংশগ্রহণ করতে পারবেন। সব প্রশ্নের উত্তর দিতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
বিজয়ী তালিকা প্রকাশের পর কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। বিস্তারিত জানতে 01750896239 নাম্বারে কল করতে বলা হয়েছে।

কুইজ প্রতিযোগিতা আয়োজন করছে দিরাই সরকারি কলেজ ছাত্রদল, আর সার্বিক সহযোগিতায় আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, দিরাই উপজেলা ও পৌর শাখা। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন, মোঃ সালমান মিয়া, আহবায়ক, দিরাই সরকারি কলেজ ছাত্রদল। মোঃ মুবিন চৌধুরী, সদস্য সচিব (ভারপ্রাপ্ত), দিরাই সরকারি কলেজ ছাত্রদল।

সার্বিক তদারকিতে রয়েছেন, আবু হাসান চৌধুরী সাজু, আহ্বায়ক, দিরাই উপজেলা ছাত্রদল। প্রতিযোগিতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। অনেকেই বলছেন, এ ধরনের আয়োজন কেবল প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের ইতিহাস জানার ও নিজেদের মেধা বিকাশের সুযোগ করে দেবে।