বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ ও তার দোসররা নির্বাচনে অংশ নিতে পারবে না: সিলেটে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কোন জরিপ কোন প্রতিষ্ঠান থেকে কীভাবে হয় এবং এগুলোর পেছনে কোনো উদ্দেশ্য আছে কি না এগুলোও বিবেচ্য বিষয়।

বুধবার রাতে এনসিপির সিলেট জেলা ও মহানগর আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বুধবার রাজধানীতে ‘জনগণের নির্বাচন–ভাবনা’ শীর্ষক জরিপের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের ফলাফল প্রকাশ করা হয়। জরিপটি পরিচালনা করেছে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিং। সহযোগিতা করেছে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম ও বিআরএআইএন।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪ হাজার ৭২১ জন উত্তরদাতা ভোট দেওয়ার ক্ষেত্রে নিজেদের পছন্দের দলের কথা প্রকাশ করেছেন। এতে দেখা গেছে, ভোট দেওয়ার ক্ষেত্রে ৪১ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতার পছন্দের দল বিএনপি। জামায়াতে ইসলামীকে পছন্দ করেছেন ৩০ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা। আর জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) পছন্দ করেছেন ৪ দশমিক ১০ শতাংশ উত্তরদাতা। নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে ১৮ দশমিক ৮ শতাংশ উত্তরদাতার পছন্দ কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ। চলতি বছরের মার্চের চেয়ে সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগের পক্ষে ভোট দিতে চাওয়া ব্যক্তিদের হার বেড়েছে প্রায় ৫ শতাংশ।

জরিপের এই ফলাফল নিয়ে বুধবার সিলেটে সংবাদ সমম্মেলনে প্রশ্ন করা হয় সারজিস আলমকে।

জবাবে তিনি জরিপের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, আমার মানুষের কাছে যাচ্ছি, মানুষ আশা দিচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার ছবি নিয়ে আসলেও থুথু দেবে। আওয়ামী লীগ ও দোসররা গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।

গণঅধিকার পরিষদের সাথে একীভূত হওয়ার চলমান আলোচনা ইতিবাচক বলে জানিয়ে সারজিস আলম বলেন, আগামীতে নির্বাচন বা যেকোনো বিষয়ে সক্রিয় থাকতে আমাদের সমমনা দলগুলোর আমাদের একত্রিত হওয়া খুব বেশি প্রয়োজন।

মার্কিন যুক্তরাষ্ট্রে সফররত এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সরকারকে কোনো পদক্ষেপ নিতে দেখিনি, যা সরকারের দূর্বলতা প্রকাশ করেছে। যারা প্রতিনিধিদের বিব্রত অবস্থায় ফেলেছিলেন তাদের বিচারের মুখোমুখি করতে হবে বলেন তিনি।

এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের সদিচ্ছার অভাব রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপি সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, সিলেটে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আওয়ামী লীগ ও তার দোসররা নির্বাচনে অংশ নিতে পারবে না: সিলেটে সারজিস আলম

Update Time : ০৯:৪৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কোন জরিপ কোন প্রতিষ্ঠান থেকে কীভাবে হয় এবং এগুলোর পেছনে কোনো উদ্দেশ্য আছে কি না এগুলোও বিবেচ্য বিষয়।

বুধবার রাতে এনসিপির সিলেট জেলা ও মহানগর আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বুধবার রাজধানীতে ‘জনগণের নির্বাচন–ভাবনা’ শীর্ষক জরিপের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের ফলাফল প্রকাশ করা হয়। জরিপটি পরিচালনা করেছে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিং। সহযোগিতা করেছে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম ও বিআরএআইএন।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪ হাজার ৭২১ জন উত্তরদাতা ভোট দেওয়ার ক্ষেত্রে নিজেদের পছন্দের দলের কথা প্রকাশ করেছেন। এতে দেখা গেছে, ভোট দেওয়ার ক্ষেত্রে ৪১ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতার পছন্দের দল বিএনপি। জামায়াতে ইসলামীকে পছন্দ করেছেন ৩০ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা। আর জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) পছন্দ করেছেন ৪ দশমিক ১০ শতাংশ উত্তরদাতা। নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে ১৮ দশমিক ৮ শতাংশ উত্তরদাতার পছন্দ কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ। চলতি বছরের মার্চের চেয়ে সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগের পক্ষে ভোট দিতে চাওয়া ব্যক্তিদের হার বেড়েছে প্রায় ৫ শতাংশ।

জরিপের এই ফলাফল নিয়ে বুধবার সিলেটে সংবাদ সমম্মেলনে প্রশ্ন করা হয় সারজিস আলমকে।

জবাবে তিনি জরিপের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, আমার মানুষের কাছে যাচ্ছি, মানুষ আশা দিচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার ছবি নিয়ে আসলেও থুথু দেবে। আওয়ামী লীগ ও দোসররা গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।

গণঅধিকার পরিষদের সাথে একীভূত হওয়ার চলমান আলোচনা ইতিবাচক বলে জানিয়ে সারজিস আলম বলেন, আগামীতে নির্বাচন বা যেকোনো বিষয়ে সক্রিয় থাকতে আমাদের সমমনা দলগুলোর আমাদের একত্রিত হওয়া খুব বেশি প্রয়োজন।

মার্কিন যুক্তরাষ্ট্রে সফররত এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সরকারকে কোনো পদক্ষেপ নিতে দেখিনি, যা সরকারের দূর্বলতা প্রকাশ করেছে। যারা প্রতিনিধিদের বিব্রত অবস্থায় ফেলেছিলেন তাদের বিচারের মুখোমুখি করতে হবে বলেন তিনি।

এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের সদিচ্ছার অভাব রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপি সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, সিলেটে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।