বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে সিএনজিকে ট্রাকের ধাক্কা, মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক-সিএনজিচালিত অটোরকিশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।

নিহতরা হলেন সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা মৃত প্রণয় দাশের স্ত্রী আবাদিত কেশবা (৪০) ও তার মেয়ে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী। তারা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। অপর নিহত সিএনজিচালক সজল ঘোষ (৫০) সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকার বাসিন্দা।

ঘাতক ট্রাকচালককে আটক করে শান্তিগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। আটক ট্রাকচালক পারভেজ আহমদ (৪০) দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা।

শান্তিগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের ঘনিষ্টজন গোবিন্দ কুমার দাশ মরদেহগুলো শনাক্ত করে জানিয়েছেন, সিএনজিচালক সজল ঘোষসহ নিহত সবাই ইসকন ভক্ত। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তাদেরকে দেখেছি। আমরা এসে ঘটনাস্থলে দুজনের মরদেহ পেয়েছি। প্রথমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, সকাল ৭টা ১০ মিনিটের সময় সুনামগঞ্জগামী একটি ট্রাক সিলেটমুখী সিএনজিচালিত অটোরিকশাকে বাঘেরকোনা গ্রামের সামনে সরাসরি সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে৷

স্থানীয় শাহ আলম জানিয়েছেন, বাসযোগে যাওয়ার পথে বিকট শব্দ শুনে বাস থেকে নেমে যাই। দৌঁড়ে গিয়ে দেখি ট্রাকটি পানিতে পড়ে যাচ্ছে। সিএনজি দুমড়েমুচড়ে গিয়েছে। দুইজন স্পটেই মারা গেছেন। একজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠিয়েছি। পরে শুনেছি তিনিও মারা গেছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিগঞ্জ থানা পুলিশ, জয়কলস হাইওয়ে পুলিশ ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস টিম।

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস টিম লিডার আলমগীর জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল যাই। দুটি লাশ উদ্ধার করেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সুনামগঞ্জে সিএনজিকে ট্রাকের ধাক্কা, মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

Update Time : ১০:৫৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক-সিএনজিচালিত অটোরকিশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।

নিহতরা হলেন সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা মৃত প্রণয় দাশের স্ত্রী আবাদিত কেশবা (৪০) ও তার মেয়ে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী। তারা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। অপর নিহত সিএনজিচালক সজল ঘোষ (৫০) সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকার বাসিন্দা।

ঘাতক ট্রাকচালককে আটক করে শান্তিগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। আটক ট্রাকচালক পারভেজ আহমদ (৪০) দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা।

শান্তিগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের ঘনিষ্টজন গোবিন্দ কুমার দাশ মরদেহগুলো শনাক্ত করে জানিয়েছেন, সিএনজিচালক সজল ঘোষসহ নিহত সবাই ইসকন ভক্ত। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তাদেরকে দেখেছি। আমরা এসে ঘটনাস্থলে দুজনের মরদেহ পেয়েছি। প্রথমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, সকাল ৭টা ১০ মিনিটের সময় সুনামগঞ্জগামী একটি ট্রাক সিলেটমুখী সিএনজিচালিত অটোরিকশাকে বাঘেরকোনা গ্রামের সামনে সরাসরি সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে৷

স্থানীয় শাহ আলম জানিয়েছেন, বাসযোগে যাওয়ার পথে বিকট শব্দ শুনে বাস থেকে নেমে যাই। দৌঁড়ে গিয়ে দেখি ট্রাকটি পানিতে পড়ে যাচ্ছে। সিএনজি দুমড়েমুচড়ে গিয়েছে। দুইজন স্পটেই মারা গেছেন। একজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠিয়েছি। পরে শুনেছি তিনিও মারা গেছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিগঞ্জ থানা পুলিশ, জয়কলস হাইওয়ে পুলিশ ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস টিম।

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস টিম লিডার আলমগীর জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল যাই। দুটি লাশ উদ্ধার করেছি।