বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে সীমান্তে চোরাকারবারীদের গুলিতে বিজিবি সদস্য আহত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির টহল দলের ওপর চোরাকারবারীদের হামলায় বিজিবির এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গত ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে বাংগালভিটা বিওপি থেকে সুবেদার মো. ইসরাইল খানের নেতৃত্বে ১১ সদস্যের একটি বিশেষ টহল দল রূপনগর এলাকায় টহল দিতে যায়। রাত প্রায় ১০টার দিকে সীমান্ত পিলার ১১৯০/১৫-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের ভেতরে ওই দলটি গেলে ভারতের দিক থেকে একটি গরুভর্তি ট্রলার নিয়ে চোরাকারবারিরা প্রবেশ করে।

বিজিবি টহল দল বাধা দিলে প্রায় শতাধিক চোরাকারবারি একত্রিত হয়ে তাদের ঘেরাও করে ফেলে। এ সময় তারা ইট-পাথর, বল্লম নিক্ষেপ করে এবং দেশীয় গাদা বন্দুক দিয়ে ১৫-২০ রাউন্ড গুলি চালায়। এতে নায়েক মো. আখিরুজ্জামান গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিজিবি সদস্যরা ৩৩টি গরুসহ একটি ট্রলার আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে বল্লম, দা, কাঁচি, পাথর ও ঢাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত গরু ও মালামাল সুনামগঞ্জের মধ্যনগর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, চোরাকারবারীরা সংঘবদ্ধভাবে আমাদের টহল দলের ওপর হামলা চালিয়েছে। আমাদের এক সদস্য আহত হয়েছেন। সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধী দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সুনামগঞ্জে সীমান্তে চোরাকারবারীদের গুলিতে বিজিবি সদস্য আহত

Update Time : ১০:৩০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির টহল দলের ওপর চোরাকারবারীদের হামলায় বিজিবির এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গত ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে বাংগালভিটা বিওপি থেকে সুবেদার মো. ইসরাইল খানের নেতৃত্বে ১১ সদস্যের একটি বিশেষ টহল দল রূপনগর এলাকায় টহল দিতে যায়। রাত প্রায় ১০টার দিকে সীমান্ত পিলার ১১৯০/১৫-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের ভেতরে ওই দলটি গেলে ভারতের দিক থেকে একটি গরুভর্তি ট্রলার নিয়ে চোরাকারবারিরা প্রবেশ করে।

বিজিবি টহল দল বাধা দিলে প্রায় শতাধিক চোরাকারবারি একত্রিত হয়ে তাদের ঘেরাও করে ফেলে। এ সময় তারা ইট-পাথর, বল্লম নিক্ষেপ করে এবং দেশীয় গাদা বন্দুক দিয়ে ১৫-২০ রাউন্ড গুলি চালায়। এতে নায়েক মো. আখিরুজ্জামান গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিজিবি সদস্যরা ৩৩টি গরুসহ একটি ট্রলার আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে বল্লম, দা, কাঁচি, পাথর ও ঢাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত গরু ও মালামাল সুনামগঞ্জের মধ্যনগর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, চোরাকারবারীরা সংঘবদ্ধভাবে আমাদের টহল দলের ওপর হামলা চালিয়েছে। আমাদের এক সদস্য আহত হয়েছেন। সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধী দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।