একইদিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপর আড়াইটায় জুলাই সনদ নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে। এতে সংস্কার বাধাগ্রস্ত হবে না।
প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের বিষয়ে অনেক অগ্রগতি হয়েছে। প্রস্তাবিত কিছু সংস্কার এখনো চলমান। জুলাই সনদ বাস্তবায় উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়েছে। শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।
কালনী ভিউ ডেস্কঃ 









