বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পঞ্চম মৃত্যু বার্ষিকীতে দিরাইয়ে মৌন মিছিল ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে দিরাই সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে স্বরণ সভায় মিলিত হয়।
সভায় কলেজ ছাত্রদলের সদ্য দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত সদস্য সচিব মুবিন চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক সালমান মিয়া।
এসময় তিনি বিগত দিনে দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের ভয়াবহ দখল আর নির্যাতনের বর্ননা দিয়ে বলেন, ক্যাম্পাস এখন সাধারণ শিক্ষার্থীদের জন্য নিরাপদ পাঠদানের উপযোগী করতে কলেজ ছাত্রদল কাজ করে যাচ্ছে। নিরাপদ ও বৈষম্যহীন ক্যাম্পাস গড়ে তোলা কলেজ ছাত্রদলের অন্যতম লক্ষ্য।
Reporter Name 









