শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে জুয়া খেলতে নিষেধ করায় চেয়ারের আঘাতে গৃহবধূর মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুরে অনলাইনে জুয়া খেলতে স্বামীকে নিষেধ করায় চেয়ারের আঘাতে নাদিয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর)দুপুরে উপজেলার পাটলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী আমজাদ হোসেন পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনলাইন জুয়া খেলায় আসক্ত আমজাদ হোসেন প্রতিদিন রাত করে বাড়ি আসা এবং ঠিক মতো সংসারের খরচ বহন না করায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পারিবারিক কলহে জেরে বুধবার দুপুর ১টার দিকে আমজাদ ও নাদিয়া মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আমজাদ হোসেন চেয়ার দিয়ে স্ত্রী নাদিয়াকে আঘাত করেন। কিছুক্ষণের মধ্যে নাদিয়া অসুস্থ হয়ে পরলে স্বামী আমজাদ তাঁকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে নাদিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  সিলেটে নেওয়ার পথে ওই গৃহবধূর শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ায় তাঁকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে কর্মরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষনা করেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, প্রথমে নাদিয়ার স্বামী তাঁকে হাসপাতালে নিয়ে আসেন এবং আমাদের মিথ্যা তথ্য দেন। এসময় নাদিয়ার অবস্থা খারাপ বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়। কিন্তু কিছু সময় পর দ্বিতীয়বার যখন তাঁকে নিয়ে আসা হয় তখন ওই গৃহবধূ হাসপাতালে আসার আগেই মারা যায়।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার মর্গে পাঠানো হবে। ঘটনার পর থেকে আমজাদ হোসেন পলাতক রয়েছে। তবে তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
Like

Comment
Send
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জগন্নাথপুরে জুয়া খেলতে নিষেধ করায় চেয়ারের আঘাতে গৃহবধূর মৃত্যু

Update Time : ০৬:০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
সুনামগঞ্জের জগন্নাথপুরে অনলাইনে জুয়া খেলতে স্বামীকে নিষেধ করায় চেয়ারের আঘাতে নাদিয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর)দুপুরে উপজেলার পাটলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী আমজাদ হোসেন পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনলাইন জুয়া খেলায় আসক্ত আমজাদ হোসেন প্রতিদিন রাত করে বাড়ি আসা এবং ঠিক মতো সংসারের খরচ বহন না করায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পারিবারিক কলহে জেরে বুধবার দুপুর ১টার দিকে আমজাদ ও নাদিয়া মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আমজাদ হোসেন চেয়ার দিয়ে স্ত্রী নাদিয়াকে আঘাত করেন। কিছুক্ষণের মধ্যে নাদিয়া অসুস্থ হয়ে পরলে স্বামী আমজাদ তাঁকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে নাদিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  সিলেটে নেওয়ার পথে ওই গৃহবধূর শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ায় তাঁকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে কর্মরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষনা করেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, প্রথমে নাদিয়ার স্বামী তাঁকে হাসপাতালে নিয়ে আসেন এবং আমাদের মিথ্যা তথ্য দেন। এসময় নাদিয়ার অবস্থা খারাপ বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়। কিন্তু কিছু সময় পর দ্বিতীয়বার যখন তাঁকে নিয়ে আসা হয় তখন ওই গৃহবধূ হাসপাতালে আসার আগেই মারা যায়।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার মর্গে পাঠানো হবে। ঘটনার পর থেকে আমজাদ হোসেন পলাতক রয়েছে। তবে তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
Like

Comment
Send