শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিশির মনির: ভাগাভাগির রাজনীতির অবসান চাই

সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী এডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, দেশের ভাগাভাগির রাজনীতি থেকে সবাইকে মুক্তি পেতে হবে। তিনি মন্তব্য করেন, রাজনীতির নামে দেশে চলছে পেটনীতি। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, “সরকারি তহবিলের অর্থ ভাগাভাগি করার প্রতিযোগিতা, সংঘর্ষ, ও হানাহানি কোনো রাজনীতিবিদের কাজ হতে পারে না। এগুলো মূলত দুর্বৃত্তদের কার্যকলাপ। উন্নয়ন খাতের অর্থ আত্মসাৎ, ভোটাধিকার হরণ, এবং ভিন্নমত দমন করে মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করা কোনোভাবেই রাজনীতি হতে পারে না।”

শিশির মনির বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সেবা করা। একসময় রাজনীতি ছিল সহনশীল ও পারস্পরিক শ্রদ্ধাবোধের স্থান। দল ভিন্ন হলেও পারস্পরিক সম্মানবোধ বজায় থাকত। কিন্তু বর্তমানে রাজনীতি যেন সহিংসতার সমার্থক হয়ে দাঁড়িয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “আমরা আর এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি দেখতে চাই না। এই অবস্থার পরিবর্তনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।”

গতকাল দিরাই উপজেলার রজনীগঞ্জ বাজারে দিরাই-শাল্লা উন্নয়ন ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। করিমপুর ইউনিয়ন সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় আয়োজিত এ সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এর আগে, শুক্রবার দিরাই বাজারে গণসংযোগ এবং রাতে পরিবহন শ্রমিকদের আয়োজনে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন দিরাই-শাল্লা আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোহাম্মদ শিশির মনির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিশির মনির: ভাগাভাগির রাজনীতির অবসান চাই

Update Time : ০৫:৫৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী এডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, দেশের ভাগাভাগির রাজনীতি থেকে সবাইকে মুক্তি পেতে হবে। তিনি মন্তব্য করেন, রাজনীতির নামে দেশে চলছে পেটনীতি। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, “সরকারি তহবিলের অর্থ ভাগাভাগি করার প্রতিযোগিতা, সংঘর্ষ, ও হানাহানি কোনো রাজনীতিবিদের কাজ হতে পারে না। এগুলো মূলত দুর্বৃত্তদের কার্যকলাপ। উন্নয়ন খাতের অর্থ আত্মসাৎ, ভোটাধিকার হরণ, এবং ভিন্নমত দমন করে মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করা কোনোভাবেই রাজনীতি হতে পারে না।”

শিশির মনির বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সেবা করা। একসময় রাজনীতি ছিল সহনশীল ও পারস্পরিক শ্রদ্ধাবোধের স্থান। দল ভিন্ন হলেও পারস্পরিক সম্মানবোধ বজায় থাকত। কিন্তু বর্তমানে রাজনীতি যেন সহিংসতার সমার্থক হয়ে দাঁড়িয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “আমরা আর এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি দেখতে চাই না। এই অবস্থার পরিবর্তনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।”

গতকাল দিরাই উপজেলার রজনীগঞ্জ বাজারে দিরাই-শাল্লা উন্নয়ন ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। করিমপুর ইউনিয়ন সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় আয়োজিত এ সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এর আগে, শুক্রবার দিরাই বাজারে গণসংযোগ এবং রাতে পরিবহন শ্রমিকদের আয়োজনে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন দিরাই-শাল্লা আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোহাম্মদ শিশির মনির।