বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কৃষকলীগ নেতা মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা: ভিডিও ভাইরাল

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ১৩২ Time View

কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুল হাই কানু নামে এক বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করেছে স্থানীয়রা। রোববার দুপুরে উপজেলার কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এদিন রাত ১২টার দিকে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। রোববার দুপুরে তাকে একা পেয়ে স্থানীয় ১০ থেকে ১২ ব্যক্তি হেনস্থা করে গলায় জুতার মালা পরিয়ে দেয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় প্রবাসী আবুল হাসেমের নেতৃত্বে অহিদ, রাসেল, পলাশসহ ১০ থেকে ১২ ব্যক্তি মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতার মালা দিয়ে এলাকায় ঘোরায়, এমনকি কুমিল্লায় থাকতে পারবেন না বলে হুমকি দিচ্ছেন। তিনি জুতার মালা সরিয়ে এলাকায় আর আসবেন না বলেও তাদের হাত থেকে রক্ষার চেষ্টা করেন। এ সময় তার ভিডিও ধারণ করা হয়। ভিডিওতে ওই ব্যক্তিরা বলতে থাকেন, গ্রামের লোকের সামনে মাফ চাইতে পারবেন কিনা? অন্যরা বলতে থাকেন তিনি কুমিল্লা আউট, এলাকা আউট, ছেড়ে দাও।’ পরে গলায় জুতার মালা দিয়ে টেনে সামনে নেওয়া হয়।

এ বিষয়ে ওই মুক্তিযোদ্ধা সাংবাদিকদের বলেন, হঠাৎ আমাকে একা পেয়ে জোর করে ওরা জুতার মালা গলায় দিয়ে ভিডিও করে। বিচার কার কাছে চাইব, মামলা দিয়ে আর কি হবে।

চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান বলেন, গতকাল রাতে বীর মুক্তিযোদ্ধা কানু মোবাইল ফোনে বিষয়টি আমাকে অবগত করেছিলেন। এ বিষয়ে তিনি অভিযোগ করবেন না বলেও জানান। তবে রাতে ভিডিওটি ভাইরাল হওয়ায় তাকে আবারও অভিযোগ দিতে বলা হয়েছে। তিনি অভিযোগ দেবেন কিনা বিষয়টি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কৃষকলীগ নেতা মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা: ভিডিও ভাইরাল

Update Time : ০৬:৩৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুল হাই কানু নামে এক বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করেছে স্থানীয়রা। রোববার দুপুরে উপজেলার কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এদিন রাত ১২টার দিকে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। রোববার দুপুরে তাকে একা পেয়ে স্থানীয় ১০ থেকে ১২ ব্যক্তি হেনস্থা করে গলায় জুতার মালা পরিয়ে দেয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় প্রবাসী আবুল হাসেমের নেতৃত্বে অহিদ, রাসেল, পলাশসহ ১০ থেকে ১২ ব্যক্তি মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতার মালা দিয়ে এলাকায় ঘোরায়, এমনকি কুমিল্লায় থাকতে পারবেন না বলে হুমকি দিচ্ছেন। তিনি জুতার মালা সরিয়ে এলাকায় আর আসবেন না বলেও তাদের হাত থেকে রক্ষার চেষ্টা করেন। এ সময় তার ভিডিও ধারণ করা হয়। ভিডিওতে ওই ব্যক্তিরা বলতে থাকেন, গ্রামের লোকের সামনে মাফ চাইতে পারবেন কিনা? অন্যরা বলতে থাকেন তিনি কুমিল্লা আউট, এলাকা আউট, ছেড়ে দাও।’ পরে গলায় জুতার মালা দিয়ে টেনে সামনে নেওয়া হয়।

এ বিষয়ে ওই মুক্তিযোদ্ধা সাংবাদিকদের বলেন, হঠাৎ আমাকে একা পেয়ে জোর করে ওরা জুতার মালা গলায় দিয়ে ভিডিও করে। বিচার কার কাছে চাইব, মামলা দিয়ে আর কি হবে।

চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান বলেন, গতকাল রাতে বীর মুক্তিযোদ্ধা কানু মোবাইল ফোনে বিষয়টি আমাকে অবগত করেছিলেন। এ বিষয়ে তিনি অভিযোগ করবেন না বলেও জানান। তবে রাতে ভিডিওটি ভাইরাল হওয়ায় তাকে আবারও অভিযোগ দিতে বলা হয়েছে। তিনি অভিযোগ দেবেন কিনা বিষয়টি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।