শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তরুণরা দেশকে জাগিয়ে তুলেছে : জেলা প্রশাসক

 

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে ১৬ দিনব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে তারুণ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ৩ টায় সুনামগঞ্জ পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের বাস্তবায়নে তারুণ্যের মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। উদ্বোধন শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মেলার স্টলগুলো পরিদর্শন করেন। এর আগে তারুণ্যের মেলা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। সহকারী কমিশনার মো. রৌশন আহমেদ-এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আমাদের দেশকে তরুণরা জাগিয়ে তুলেছে। সেই জাগরণ জাতীয় জীবনে যাতে সর্বোচ্চ প্রসারিত হয়, সম্প্রসারিত হয় সেই উদ্দেশ্যেই মূলত সরকার তারুণ্যের মেলার আয়োজন করেছে।

তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা সুনামগঞ্জবাসী আমাদের আমাদের ইতিহাস-ঐতিহ্য, জীবন ও প্রকৃতির সাথে সংগতি রেখে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। শক্তির জাগরণের জন্য আমরা ১৬ দিনব্যাপী যে আয়োজন করেছি সেই আয়োজনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। পাশাপাশি আপনাদের অংশগ্রহণের মাধ্যমে নবীন-তরুণদের যে শক্তি আছে সেই শক্তিকে আরো প্রস্ফুটিত করবেন এবং উৎসাহ দিবেন।

জেলা প্রশাসক আরও বলেন, মেলায় যারা বই বিক্রি করতে চায় (প্রকাশনী সংস্থা) তারা আসুক, আসলে আমরা তাদের স্টল দিবো। তারা আসুক আমরা আমন্ত্রণ জানাই, তাদের কোনো খরচ নাই, তারা শুধু বই বিক্রি করবে। উল্লেখ্য, ১৬ দিন ব্যাপী তারুণ্য মেলায় ১৪-১৫ জানুয়ারি সকাল ১১ টায় বিতর্ক প্রতিযোগিতা, ১৪-৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে সেরা বাউল অন্বেষণ প্রতিযোগিতা, ১৬-১৭ জানুয়ারি কুইজ প্রতিযোগিতা/মেধা অন্বেষণ, ১৮-১৯ জানুয়ারি বই পড়া কর্মসূচি, ২২-২৩ জানুয়ারি তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ, ২৪-২৫ জানুয়ারি তরুণ সমাবেশ, ১৪-৩০ জানুয়ারি জেলা স্টেডিয়ামে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, ২৯-৩০ জানুয়ারি গ্রামীণ ঐতিহ্যবাহী ক্রীড়া (লাঠিখেলা এবং কুস্তি), ১৪-৩০ জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, ২৬-২৭ জানুয়ারি চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ১৪-৩০ জানুয়ারি ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টসহ ৩১ জানুয়ারি পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন, সিংগেল ইউজ প্লাস্টিকের ব্যবহার পরিহার ও জিরে ওয়েস্ট ব্রিগেড গঠন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তরুণরা দেশকে জাগিয়ে তুলেছে : জেলা প্রশাসক

Update Time : ০৬:২৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

 

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে ১৬ দিনব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে তারুণ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ৩ টায় সুনামগঞ্জ পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের বাস্তবায়নে তারুণ্যের মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। উদ্বোধন শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মেলার স্টলগুলো পরিদর্শন করেন। এর আগে তারুণ্যের মেলা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। সহকারী কমিশনার মো. রৌশন আহমেদ-এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আমাদের দেশকে তরুণরা জাগিয়ে তুলেছে। সেই জাগরণ জাতীয় জীবনে যাতে সর্বোচ্চ প্রসারিত হয়, সম্প্রসারিত হয় সেই উদ্দেশ্যেই মূলত সরকার তারুণ্যের মেলার আয়োজন করেছে।

তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা সুনামগঞ্জবাসী আমাদের আমাদের ইতিহাস-ঐতিহ্য, জীবন ও প্রকৃতির সাথে সংগতি রেখে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। শক্তির জাগরণের জন্য আমরা ১৬ দিনব্যাপী যে আয়োজন করেছি সেই আয়োজনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। পাশাপাশি আপনাদের অংশগ্রহণের মাধ্যমে নবীন-তরুণদের যে শক্তি আছে সেই শক্তিকে আরো প্রস্ফুটিত করবেন এবং উৎসাহ দিবেন।

জেলা প্রশাসক আরও বলেন, মেলায় যারা বই বিক্রি করতে চায় (প্রকাশনী সংস্থা) তারা আসুক, আসলে আমরা তাদের স্টল দিবো। তারা আসুক আমরা আমন্ত্রণ জানাই, তাদের কোনো খরচ নাই, তারা শুধু বই বিক্রি করবে। উল্লেখ্য, ১৬ দিন ব্যাপী তারুণ্য মেলায় ১৪-১৫ জানুয়ারি সকাল ১১ টায় বিতর্ক প্রতিযোগিতা, ১৪-৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে সেরা বাউল অন্বেষণ প্রতিযোগিতা, ১৬-১৭ জানুয়ারি কুইজ প্রতিযোগিতা/মেধা অন্বেষণ, ১৮-১৯ জানুয়ারি বই পড়া কর্মসূচি, ২২-২৩ জানুয়ারি তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ, ২৪-২৫ জানুয়ারি তরুণ সমাবেশ, ১৪-৩০ জানুয়ারি জেলা স্টেডিয়ামে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, ২৯-৩০ জানুয়ারি গ্রামীণ ঐতিহ্যবাহী ক্রীড়া (লাঠিখেলা এবং কুস্তি), ১৪-৩০ জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, ২৬-২৭ জানুয়ারি চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ১৪-৩০ জানুয়ারি ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টসহ ৩১ জানুয়ারি পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন, সিংগেল ইউজ প্লাস্টিকের ব্যবহার পরিহার ও জিরে ওয়েস্ট ব্রিগেড গঠন করা হবে।