শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জলাবদ্ধতা থেকে রক্ষা পেলো তাহিরপুরের ৫টি হাওর

 

 

তাহিরপুরে ইউএনও’র পদক্ষেপে ৫টি হাওর জলাবদ্ধতা থেকে রক্ষা পেলো।

বুধবার সকালে ইউএনও মো. আবুল হাসেম’র নির্দেশে দায়িত্বপ্রাপ্ত প্রকল্প কমিটি বনুয়া হাওরের নাওটানা নামক স্থান দিয়ে এস্কেভেটর দিয়ে বাঁধ কেটে নালা তৈরি করে দেয়ায় হাওর থেকে পানি দ্রুত পাটলাই নদীতে বের হয়ে যাচ্ছে। জলাবদ্ধতা দূর হওয়া হাওরগুলো হলো- বনুয়া, পালই, কাটুয়াউরা, ছিরিয়ারগাঁও ও নানদিয়ার হাওর।

জলাবদ্ধতার কারণে হাওরপাড়ের কৃষকরা তাদের বোর জমি চাষাবাদ করতে পারছেন না এমন বিষয়টি কৃষকরা ইউএনও তাহিরপুরকে অবহিত করলে ইউএনও তাৎক্ষণিক এই ব্যবস্থা নেন।

বনুয়া হাওরপাড়ের কৃষক তরং গ্রামের আবুল ফজল বলেন, তাহিরপুর ইউএনও মহোদয়ের নির্দেশে বনুয়া হাওরের নাওটানা বাঁধটি কেটে দেয়ায় হাওরের পানি দ্রুত সরে যাচ্ছে। এতে হাওরপাড়ের কৃষকরা দুই হাজার একর জমিতে তাদের বোর ধান চাষাবাদ করতে পারবে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মনির হোসেন বললেন, বনুয়া হাওরের নাওটানা বাঁধটি বুধবার সকালে ইউএনও স্যারের নির্দেশে কেটে দেয়া হয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বললেন, বনুয়া হাওরের নাওটানা বাঁধটি কেটে দেয়ায় ৫টি হাওরের দুই হাজার একর জমি বোর চাষাবাদের উপযোগী হয়েছে। অপরদিরে মাটিয়ান হাওরে বাঁধ এলাকায় পানি থাকার কারণে ২৯টি ফসল রক্ষা বাঁধের কাজ করা যাচ্ছিল না। এখন আশা করা যাচ্ছে দ্রæত সময়ের মধ্যেই সকল বাঁধের কাজ শুরু করা যাবে।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জলাবদ্ধতা থেকে রক্ষা পেলো তাহিরপুরের ৫টি হাওর

Update Time : ০৬:৩২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

 

 

তাহিরপুরে ইউএনও’র পদক্ষেপে ৫টি হাওর জলাবদ্ধতা থেকে রক্ষা পেলো।

বুধবার সকালে ইউএনও মো. আবুল হাসেম’র নির্দেশে দায়িত্বপ্রাপ্ত প্রকল্প কমিটি বনুয়া হাওরের নাওটানা নামক স্থান দিয়ে এস্কেভেটর দিয়ে বাঁধ কেটে নালা তৈরি করে দেয়ায় হাওর থেকে পানি দ্রুত পাটলাই নদীতে বের হয়ে যাচ্ছে। জলাবদ্ধতা দূর হওয়া হাওরগুলো হলো- বনুয়া, পালই, কাটুয়াউরা, ছিরিয়ারগাঁও ও নানদিয়ার হাওর।

জলাবদ্ধতার কারণে হাওরপাড়ের কৃষকরা তাদের বোর জমি চাষাবাদ করতে পারছেন না এমন বিষয়টি কৃষকরা ইউএনও তাহিরপুরকে অবহিত করলে ইউএনও তাৎক্ষণিক এই ব্যবস্থা নেন।

বনুয়া হাওরপাড়ের কৃষক তরং গ্রামের আবুল ফজল বলেন, তাহিরপুর ইউএনও মহোদয়ের নির্দেশে বনুয়া হাওরের নাওটানা বাঁধটি কেটে দেয়ায় হাওরের পানি দ্রুত সরে যাচ্ছে। এতে হাওরপাড়ের কৃষকরা দুই হাজার একর জমিতে তাদের বোর ধান চাষাবাদ করতে পারবে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মনির হোসেন বললেন, বনুয়া হাওরের নাওটানা বাঁধটি বুধবার সকালে ইউএনও স্যারের নির্দেশে কেটে দেয়া হয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বললেন, বনুয়া হাওরের নাওটানা বাঁধটি কেটে দেয়ায় ৫টি হাওরের দুই হাজার একর জমি বোর চাষাবাদের উপযোগী হয়েছে। অপরদিরে মাটিয়ান হাওরে বাঁধ এলাকায় পানি থাকার কারণে ২৯টি ফসল রক্ষা বাঁধের কাজ করা যাচ্ছিল না। এখন আশা করা যাচ্ছে দ্রæত সময়ের মধ্যেই সকল বাঁধের কাজ শুরু করা যাবে।