শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মপাশা থেকে মধ্যনগর আওয়ামী লীগ নেতা আজিম মাহমুদ গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিম মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে জেলার ধর্মপাশা উপজেলা সদরের উকিলপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে ধর্মপাশা থানা পুলিশ। পরে তাকে মধ্যনগর থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক।

আজিম মাহমুদ মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা ও রংপুরে শহীদ আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামী রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি আব্দুল বাতেনর ভাতিজা।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব রহমান বলেন, ‘বিশ্বম্ভরপুর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ‘৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় পরবর্তীতে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার আসামীদের গ্রেপ্তারে সকল থানায় অবগত করা হয়েছিলো। মামলার একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অবগত করা হয়েছে তবে এখনো থানায় হস্তান্তর করা হয়নি।’

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগ দোসরদের গ্রেপ্তারে পুলিশ কাজ করে যাচ্ছে। ধর্মপাশায় গ্রেপ্তারকৃত আসামীকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।’

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ধর্মপাশা থেকে মধ্যনগর আওয়ামী লীগ নেতা আজিম মাহমুদ গ্রেপ্তার

Update Time : ০৮:২৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিম মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে জেলার ধর্মপাশা উপজেলা সদরের উকিলপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে ধর্মপাশা থানা পুলিশ। পরে তাকে মধ্যনগর থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক।

আজিম মাহমুদ মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা ও রংপুরে শহীদ আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামী রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি আব্দুল বাতেনর ভাতিজা।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব রহমান বলেন, ‘বিশ্বম্ভরপুর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ‘৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় পরবর্তীতে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার আসামীদের গ্রেপ্তারে সকল থানায় অবগত করা হয়েছিলো। মামলার একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অবগত করা হয়েছে তবে এখনো থানায় হস্তান্তর করা হয়নি।’

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগ দোসরদের গ্রেপ্তারে পুলিশ কাজ করে যাচ্ছে। ধর্মপাশায় গ্রেপ্তারকৃত আসামীকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।’