শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার উন্নয়নে আমাদের সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক

 

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, শিক্ষা ক্ষেত্রে সুনামগঞ্জ জেলা অনেক পিছিয়ে রয়েছে। কাজেই সুনামগঞ্জ জেলার শিক্ষার উন্নয়নে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। কোমলমতি বাচ্চাদের লেখাপড়ায় উৎসাহী করতে হবে। ছেলেমেয়েরা লেখাপড়া করে কে কোথায় যাবে তা আমরা কেউ জানিনা। দেশের বিদ্যালয়গুলো আমাদের সকলের। সুতরাং প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

তিনি শুক্রবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। সাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইট ও বাউন্ডারি দেয়াল নির্মাণ করে দেয়ার জন্য লন্ডনপ্রবাসী আবুল আজাদকে সংবর্ধনা প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক আরও বলেন, দেশ-সমাজকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই। লন্ডনপ্রবাসী গীতিকার ও নাট্যকার আবুল আজাদ, সাদকপুর প্রাথমিক বিদ্যালয়ের গেইট এবং বাউন্ডারি দেয়াল নির্মাণ করে দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তার একটি মেয়ে লন্ডনে লেখাপড়া করে ডাক্তার হচ্ছে শুনে লন্ডন প্রবাসী আবুল আজাদকে তিনি ধন্যবাদ জানান।

তিনি বলেন, লন্ডনপ্রবাসী আবুল আজাদের ন্যায় সমাজের বিত্তবানরা এরকম মহতী কাজে এগিয়ে আসবেন এই আশাবাদ করি। সুনামগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ এনামুল হক মোল্লার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস।

প্রধান শিক্ষক বিপ্লব দাস ও একেএম কামরুজ্জামান মাসুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জহুর মিয়া। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার দেব। বক্তব্য রাখেন কলিম শাহ বাউল সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ সাইফুল ইসলাম এবং গীতাপাঠ করেন আলো রানী দাস।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সবশেষে জেলা প্রশাসক মোহাম্মদ ড. ইলিয়াস মিয়া ও সংবর্ধিত ব্যক্তিত্ব লন্ডন প্রবাসী আবুল আজাদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাবের হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষার উন্নয়নে আমাদের সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক

Update Time : ০৭:৩৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

 

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, শিক্ষা ক্ষেত্রে সুনামগঞ্জ জেলা অনেক পিছিয়ে রয়েছে। কাজেই সুনামগঞ্জ জেলার শিক্ষার উন্নয়নে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। কোমলমতি বাচ্চাদের লেখাপড়ায় উৎসাহী করতে হবে। ছেলেমেয়েরা লেখাপড়া করে কে কোথায় যাবে তা আমরা কেউ জানিনা। দেশের বিদ্যালয়গুলো আমাদের সকলের। সুতরাং প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

তিনি শুক্রবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। সাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইট ও বাউন্ডারি দেয়াল নির্মাণ করে দেয়ার জন্য লন্ডনপ্রবাসী আবুল আজাদকে সংবর্ধনা প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক আরও বলেন, দেশ-সমাজকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই। লন্ডনপ্রবাসী গীতিকার ও নাট্যকার আবুল আজাদ, সাদকপুর প্রাথমিক বিদ্যালয়ের গেইট এবং বাউন্ডারি দেয়াল নির্মাণ করে দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তার একটি মেয়ে লন্ডনে লেখাপড়া করে ডাক্তার হচ্ছে শুনে লন্ডন প্রবাসী আবুল আজাদকে তিনি ধন্যবাদ জানান।

তিনি বলেন, লন্ডনপ্রবাসী আবুল আজাদের ন্যায় সমাজের বিত্তবানরা এরকম মহতী কাজে এগিয়ে আসবেন এই আশাবাদ করি। সুনামগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ এনামুল হক মোল্লার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস।

প্রধান শিক্ষক বিপ্লব দাস ও একেএম কামরুজ্জামান মাসুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জহুর মিয়া। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার দেব। বক্তব্য রাখেন কলিম শাহ বাউল সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ সাইফুল ইসলাম এবং গীতাপাঠ করেন আলো রানী দাস।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সবশেষে জেলা প্রশাসক মোহাম্মদ ড. ইলিয়াস মিয়া ও সংবর্ধিত ব্যক্তিত্ব লন্ডন প্রবাসী আবুল আজাদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাবের হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।