শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ-সিলেট সড়কে ‘নীলাদ্রি পরিবহন’ চালুর দাবিতে শ্রমিকদের কর্মবিরতির হুমকি

সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ সুনামগঞ্জ-সিলেট সড়কে তাদের মালিকানাধীন শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাস ‘নীলাদ্রি পরিবহন’ চালুর অনুমতি না পেলে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে, ২০ ফেব্রুয়ারি থেকে এই কর্মবিরতি শুরু হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর নতুন বাসস্টেশন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে এই কর্মসূচির ঘোষণা দেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফয়জুর নুর আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল হক। এছাড়া ট্রাক শ্রমিক সমিতির সভাপতি মোহাম্মদ আল আমিন কালা মিয়া, লেগুনা শ্রমিক সভাপতি মোহাম্মদ আবদুল খালিক এবং শ্রমিক কল্যাণের পৌর শাখার সভাপতি জসিম উদ্দিনসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা জানান, শ্রমিকদের সঞ্চয়ের অর্থ দিয়ে একটি গাড়ি ক্রয় করা হয়েছে, যা চলাচলে বাধা দিচ্ছে কিছু মালিক সমিতি। তারা উল্লেখ করেন, শ্রমিকরা দেশের চালিকাশক্তি এবং তাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে টিকে থাকতে হয়। তাই তিলে তিলে সঞ্চিত অর্থে কেনা গাড়িটি অবিলম্বে চলাচলের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

নেতারা আরও বলেন, সুনামগঞ্জ ও সিলেটের মালিক সমিতির সঙ্গে বারবার আলোচনার পরও তাদের আবেদন গ্রহণ করা হয়নি। সুনামগঞ্জ জেলার ছয়টি শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে জেলার কোনো শ্রমিকই পরিবহন চালাবে না। কোনো শ্রমিককে ভয়ভীতি প্রদর্শন করা হলে আরও কঠোর কর্মসূচি, প্রয়োজনে অবরোধের ঘোষণা দেওয়া হবে।

সাধারণ সম্পাদক নুরুল হক জানান, তারা প্রস্তাব করেছিলেন যে, বর্তমানে ‘নীলাদ্রি পরিবহন’ নামে সাতটি বাস সুনামগঞ্জ-সিলেট সড়কে চলাচল করছে। এর সঙ্গে তাদের একটি বাস যুক্ত করে আটটি বাস চালানোর জন্য প্রস্তাব করা হয়েছিল। তবে মালিক সমিতি শর্ত দিয়েছে যে, বাসের মালিকানা ও লভ্যাংশের তিনভাগের দুইভাগ মালিক সমিতি এবং একভাগ শ্রমিক ইউনিয়ন পাবে। শ্রমিকরা এই শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে বিনা শর্তে তাদের গাড়ি চালানোর সুযোগ দাবি করেছেন। দাবি পূরণ না হলে তারা মালিক সমিতির গাড়ি চালাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, ‘নীলাদ্রি’ নামে সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস চালু রয়েছে। নতুন বাস চালাতে হলে বর্তমান ‘নীলাদ্রি’র মালিকদের সঙ্গে আলোচনা করতে হবে। এখন নতুন গাড়ি এনে জোর করে ‘নীলাদ্রি পরিবহন’ নামে একই সড়কে চালানোর চেষ্টা করা হচ্ছে, যা সাংঘর্ষিক এবং শোভন নয়। কিছু শ্রমিক নেতা উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন বলেও তিনি অভিযোগ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সুনামগঞ্জ-সিলেট সড়কে ‘নীলাদ্রি পরিবহন’ চালুর দাবিতে শ্রমিকদের কর্মবিরতির হুমকি

Update Time : ০৭:১৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ সুনামগঞ্জ-সিলেট সড়কে তাদের মালিকানাধীন শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাস ‘নীলাদ্রি পরিবহন’ চালুর অনুমতি না পেলে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে, ২০ ফেব্রুয়ারি থেকে এই কর্মবিরতি শুরু হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর নতুন বাসস্টেশন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে এই কর্মসূচির ঘোষণা দেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফয়জুর নুর আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল হক। এছাড়া ট্রাক শ্রমিক সমিতির সভাপতি মোহাম্মদ আল আমিন কালা মিয়া, লেগুনা শ্রমিক সভাপতি মোহাম্মদ আবদুল খালিক এবং শ্রমিক কল্যাণের পৌর শাখার সভাপতি জসিম উদ্দিনসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা জানান, শ্রমিকদের সঞ্চয়ের অর্থ দিয়ে একটি গাড়ি ক্রয় করা হয়েছে, যা চলাচলে বাধা দিচ্ছে কিছু মালিক সমিতি। তারা উল্লেখ করেন, শ্রমিকরা দেশের চালিকাশক্তি এবং তাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে টিকে থাকতে হয়। তাই তিলে তিলে সঞ্চিত অর্থে কেনা গাড়িটি অবিলম্বে চলাচলের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

নেতারা আরও বলেন, সুনামগঞ্জ ও সিলেটের মালিক সমিতির সঙ্গে বারবার আলোচনার পরও তাদের আবেদন গ্রহণ করা হয়নি। সুনামগঞ্জ জেলার ছয়টি শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে জেলার কোনো শ্রমিকই পরিবহন চালাবে না। কোনো শ্রমিককে ভয়ভীতি প্রদর্শন করা হলে আরও কঠোর কর্মসূচি, প্রয়োজনে অবরোধের ঘোষণা দেওয়া হবে।

সাধারণ সম্পাদক নুরুল হক জানান, তারা প্রস্তাব করেছিলেন যে, বর্তমানে ‘নীলাদ্রি পরিবহন’ নামে সাতটি বাস সুনামগঞ্জ-সিলেট সড়কে চলাচল করছে। এর সঙ্গে তাদের একটি বাস যুক্ত করে আটটি বাস চালানোর জন্য প্রস্তাব করা হয়েছিল। তবে মালিক সমিতি শর্ত দিয়েছে যে, বাসের মালিকানা ও লভ্যাংশের তিনভাগের দুইভাগ মালিক সমিতি এবং একভাগ শ্রমিক ইউনিয়ন পাবে। শ্রমিকরা এই শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে বিনা শর্তে তাদের গাড়ি চালানোর সুযোগ দাবি করেছেন। দাবি পূরণ না হলে তারা মালিক সমিতির গাড়ি চালাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, ‘নীলাদ্রি’ নামে সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস চালু রয়েছে। নতুন বাস চালাতে হলে বর্তমান ‘নীলাদ্রি’র মালিকদের সঙ্গে আলোচনা করতে হবে। এখন নতুন গাড়ি এনে জোর করে ‘নীলাদ্রি পরিবহন’ নামে একই সড়কে চালানোর চেষ্টা করা হচ্ছে, যা সাংঘর্ষিক এবং শোভন নয়। কিছু শ্রমিক নেতা উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন বলেও তিনি অভিযোগ করেন।