শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালগঞ্জে গভীর রাতে ডাকাতি চেষ্টা, গ্রামবাসীর প্রতিরোধে পালালো ডাকাত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার দুই গ্রামে এক ঘণ্টার ব্যবধানে ডাকাতির চেষ্টা চালিয়েছে ডাকাত দল। তবে গ্রামবাসীর প্রতিরোধে ব্যর্থ হয়ে তারা পালিয়ে যায়।

বুধবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের কালাগুজা ও বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, কালাগুজা গ্রামে রাত ১২টার দিকে ২০-২৫ জনের একটি ডাকাত দল কালো টুপি পরে দেশীয় অস্ত্রসহ ট্রলি ও মোটরসাইকেলে করে প্রবেশ করে। তারা মো. মুখলেছের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে হানা দেয়।

তবে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দেন। মুহূর্তেই গ্রামবাসী সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে। ডাকাত দল পালানোর চেষ্টা করলেও দেশীয় অস্ত্র দিয়ে তারা এলোপাতাড়ি হামলা চালায়, এতে তিন গ্রামবাসী আহত হন। আহতদের জামালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পালানোর সময় ডাকাতরা চারটি মোটরসাইকেল ও একটি ট্রলি ফেলে রেখে যায়। পরে তারা সুখাইড় উত্তর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে মজনু মিয়ার বাড়িতে ডাকাতির চেষ্টা চালায়, কিন্তু এখানেও গ্রামবাসীদের প্রতিরোধের মুখে তারা পিছু হটে।

পুলিশের পদক্ষেপ

জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) আরিফ উল্লাহ জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং ডাকাতদের ফেলে যাওয়া দেশীয় অস্ত্রসহ মালামাল জব্দ করা হয়েছে। পুলিশ তদন্ত করছে এবং দুষ্কৃতকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

স্থানীয়রা গ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ডাকাতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জামালগঞ্জে গভীর রাতে ডাকাতি চেষ্টা, গ্রামবাসীর প্রতিরোধে পালালো ডাকাত

Update Time : ০৯:২৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার দুই গ্রামে এক ঘণ্টার ব্যবধানে ডাকাতির চেষ্টা চালিয়েছে ডাকাত দল। তবে গ্রামবাসীর প্রতিরোধে ব্যর্থ হয়ে তারা পালিয়ে যায়।

বুধবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের কালাগুজা ও বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, কালাগুজা গ্রামে রাত ১২টার দিকে ২০-২৫ জনের একটি ডাকাত দল কালো টুপি পরে দেশীয় অস্ত্রসহ ট্রলি ও মোটরসাইকেলে করে প্রবেশ করে। তারা মো. মুখলেছের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে হানা দেয়।

তবে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দেন। মুহূর্তেই গ্রামবাসী সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে। ডাকাত দল পালানোর চেষ্টা করলেও দেশীয় অস্ত্র দিয়ে তারা এলোপাতাড়ি হামলা চালায়, এতে তিন গ্রামবাসী আহত হন। আহতদের জামালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পালানোর সময় ডাকাতরা চারটি মোটরসাইকেল ও একটি ট্রলি ফেলে রেখে যায়। পরে তারা সুখাইড় উত্তর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে মজনু মিয়ার বাড়িতে ডাকাতির চেষ্টা চালায়, কিন্তু এখানেও গ্রামবাসীদের প্রতিরোধের মুখে তারা পিছু হটে।

পুলিশের পদক্ষেপ

জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) আরিফ উল্লাহ জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং ডাকাতদের ফেলে যাওয়া দেশীয় অস্ত্রসহ মালামাল জব্দ করা হয়েছে। পুলিশ তদন্ত করছে এবং দুষ্কৃতকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

স্থানীয়রা গ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ডাকাতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।