বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারালো যুবারা

র সিরিজ হারের শঙ্কা নেই। ছয় ম্যাচ সিরিজে প্রথম ম্যাচে হারলেও এরপর টানা তিন ম্যাচ দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফলে তারা সিরিজে এগিয়ে গেছে ৩-১ ব্যবধানে।

শনিবার কলম্বোয় স্বাগতিকদের ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। ফলে শেষ দুই ম্যাচ হারলেও সিরিজ ড্র করেই ফিরবে জুনিয়র টাইগাররা।

টস জিতে ব্যাট করতে নেমে জাওয়াদ আবরারের তিন ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৩৩৬ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। জাওয়াদ ওপেনিংয়ে নেমে ১১৫ বলে ১৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় খেলেন ১১৩ রানের ঝকঝকে এক ইনিংস।

এছাড়া রিজান হোসেনের ব্যাট থেকে আসে ৭৭ বলে ৫ চার আর ৩ ছক্কায় ৮২ রানের ঝড়। অধিনায়ক আজিজুল হাকিম করেন ৩১ বলে ২৩ আর মোহাম্মদ আবদুল্লাহ ২৭ বলে ৩২।

শেষদিকে সামিউন বশির ৮ বলে ১ চার আর ৩ ছক্কায় ২৩ আর আল ফাহাদ ৫ বলে ২ বাউন্ডারি আর ১ ছক্কায় উপহার দেন ১৯ রানের ক্যামিও।

শ্রীলঙ্কার রাসিথ নিমসারা ৩ উইকেট পেলেও ১০ ওভারে খরচ করেন ৯৬ রান। যা কিনা যুব ওয়ানডেতে লঙ্কান কোনো বোলারের এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড।

জবাব দিতে নেমে ৩৮.৪ ওভারে ১৯০ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন অধিনায়ক বিমথ দিনসারা। শেষদিকে রাসিথ নিমসারা ২৯ বলে ৩৯ করে পরাজয়ের ব্যবধান একটু কমিয়েছেন।

বাংলাদেশের আল ফাহাদ ৪১ রানে ৩টি, সঞ্জিত মজুমদার ও আজিজুল হাকিম নেন ২টি করে উইকেট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শ্রীলঙ্কাকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারালো যুবারা

Update Time : ০৮:২৫:২১ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

র সিরিজ হারের শঙ্কা নেই। ছয় ম্যাচ সিরিজে প্রথম ম্যাচে হারলেও এরপর টানা তিন ম্যাচ দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফলে তারা সিরিজে এগিয়ে গেছে ৩-১ ব্যবধানে।

শনিবার কলম্বোয় স্বাগতিকদের ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। ফলে শেষ দুই ম্যাচ হারলেও সিরিজ ড্র করেই ফিরবে জুনিয়র টাইগাররা।

টস জিতে ব্যাট করতে নেমে জাওয়াদ আবরারের তিন ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৩৩৬ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। জাওয়াদ ওপেনিংয়ে নেমে ১১৫ বলে ১৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় খেলেন ১১৩ রানের ঝকঝকে এক ইনিংস।

এছাড়া রিজান হোসেনের ব্যাট থেকে আসে ৭৭ বলে ৫ চার আর ৩ ছক্কায় ৮২ রানের ঝড়। অধিনায়ক আজিজুল হাকিম করেন ৩১ বলে ২৩ আর মোহাম্মদ আবদুল্লাহ ২৭ বলে ৩২।

শেষদিকে সামিউন বশির ৮ বলে ১ চার আর ৩ ছক্কায় ২৩ আর আল ফাহাদ ৫ বলে ২ বাউন্ডারি আর ১ ছক্কায় উপহার দেন ১৯ রানের ক্যামিও।

শ্রীলঙ্কার রাসিথ নিমসারা ৩ উইকেট পেলেও ১০ ওভারে খরচ করেন ৯৬ রান। যা কিনা যুব ওয়ানডেতে লঙ্কান কোনো বোলারের এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড।

জবাব দিতে নেমে ৩৮.৪ ওভারে ১৯০ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন অধিনায়ক বিমথ দিনসারা। শেষদিকে রাসিথ নিমসারা ২৯ বলে ৩৯ করে পরাজয়ের ব্যবধান একটু কমিয়েছেন।

বাংলাদেশের আল ফাহাদ ৪১ রানে ৩টি, সঞ্জিত মজুমদার ও আজিজুল হাকিম নেন ২টি করে উইকেট।