বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মেসির দেখানো পথেই হাঁটছেন ডি মারিয়া

মেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে পাড়ি দিচ্ছেন লিওনেল মেসি। এরই মধ্যে ক্লাবটির সঙ্গে চুক্তিও সম্পন্ন করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। আগামী মাসে আনুষ্ঠানিকভাবে ক্লাবটিতে পা রাখবেন তিনি। এবার তার দেখানো পথেই হাঁটবেন মেসির আর্জেন্টিনার সতীর্থ ডি মারিয়া!
ইতালি ক্লাব জুভেন্টাস ছাড়ছেন ডি মারিয়া। চলতি মৌসুম শেষে তুরিনের ক্লাবকে বিদায় বলবেন তিনি। এদিকে মেসির সঙ্গে চুক্তি পাকাপোক্ত হতে না হতেই ইন্টার মিয়ামিতে ডি মারিয়ার যাওয়ার খবর রটেছে। অবশ্য এমনটি দাবি করেছেন, ইউরোপের দলবদল বিষয়ক বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো।

ইউরোপের লিগগুলোতে খেলা কোন ফুটবলার কোন ক্লাবে যাচ্ছে, কে কার ওপর নজর রাখছে কিংবা কে কাকে কিনতে চায়- এ নিয়ে তীক্ষ্ন নজর রাখেন রোমানো। এরই মধ্যে তার দেয়া অনেক তথ্য হুবহু মিলে গেছে। লিওনেল মেসির ট্রান্সফার নিয়েও নিয়মিত সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট দিয়ে গেছেন তিনি।

সেই ফ্যাবরিজিও রোমানো আজ সকালেই ডি মারিয়া সম্পর্কে পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, ফ্রি-এজেন্ট হয়ে যাওয়া ডি মারিয়াকে কিনতে এরই মধ্যে কথা-বার্তা বলতে শুরু করেছে ইন্টার মিয়ামি।

জুভেন্টাসের হয়ে সদ্য সমাপ্ত মৌসুমেও খেলেছেন ডি মারিয়া। এরপর আর তার সঙ্গে চুক্তি বাড়ায়নি জুভরা। যার ফলে ৩০ জুনের পর ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। তবে ডি মারিয়ার লক্ষ্য ইউরাপে থাকা। এজন্য এরই মধ্যে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলার ব্যাপারে কথা-বার্তাও অনেক দূর এগিয়ে নিয়েছেন ডি মারিয়া। কিন্তু এরই মধ্যে দৃশ্যপটে হাজির হয়ে গেলো যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মেসির দেখানো পথেই হাঁটছেন ডি মারিয়া

Update Time : ০৬:৩৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

মেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে পাড়ি দিচ্ছেন লিওনেল মেসি। এরই মধ্যে ক্লাবটির সঙ্গে চুক্তিও সম্পন্ন করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। আগামী মাসে আনুষ্ঠানিকভাবে ক্লাবটিতে পা রাখবেন তিনি। এবার তার দেখানো পথেই হাঁটবেন মেসির আর্জেন্টিনার সতীর্থ ডি মারিয়া!
ইতালি ক্লাব জুভেন্টাস ছাড়ছেন ডি মারিয়া। চলতি মৌসুম শেষে তুরিনের ক্লাবকে বিদায় বলবেন তিনি। এদিকে মেসির সঙ্গে চুক্তি পাকাপোক্ত হতে না হতেই ইন্টার মিয়ামিতে ডি মারিয়ার যাওয়ার খবর রটেছে। অবশ্য এমনটি দাবি করেছেন, ইউরোপের দলবদল বিষয়ক বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো।

ইউরোপের লিগগুলোতে খেলা কোন ফুটবলার কোন ক্লাবে যাচ্ছে, কে কার ওপর নজর রাখছে কিংবা কে কাকে কিনতে চায়- এ নিয়ে তীক্ষ্ন নজর রাখেন রোমানো। এরই মধ্যে তার দেয়া অনেক তথ্য হুবহু মিলে গেছে। লিওনেল মেসির ট্রান্সফার নিয়েও নিয়মিত সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট দিয়ে গেছেন তিনি।

সেই ফ্যাবরিজিও রোমানো আজ সকালেই ডি মারিয়া সম্পর্কে পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, ফ্রি-এজেন্ট হয়ে যাওয়া ডি মারিয়াকে কিনতে এরই মধ্যে কথা-বার্তা বলতে শুরু করেছে ইন্টার মিয়ামি।

জুভেন্টাসের হয়ে সদ্য সমাপ্ত মৌসুমেও খেলেছেন ডি মারিয়া। এরপর আর তার সঙ্গে চুক্তি বাড়ায়নি জুভরা। যার ফলে ৩০ জুনের পর ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। তবে ডি মারিয়ার লক্ষ্য ইউরাপে থাকা। এজন্য এরই মধ্যে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলার ব্যাপারে কথা-বার্তাও অনেক দূর এগিয়ে নিয়েছেন ডি মারিয়া। কিন্তু এরই মধ্যে দৃশ্যপটে হাজির হয়ে গেলো যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি।