বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করুন-এ জেড এম জাহিদ হোসেন

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ১৪৭ Time View

দ্রুত সংস্কার, বিচার এবং জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যত দ্রুত জনগণের কাছে তাদের মালিকানা ফিরিয়ে দেবেন, তত দ্রুত সমস্যা সমাধান হবে, মানুষ আশ্বস্ত হবে।

সোমবার (২ জুন) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের একটি রেস্তোরাঁর হল রুমে জেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জাহিদ হোসেন এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, ‘জনগণের অধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়ার দায়িত্ব এখনকার সরকারের। সেই দায়িত্ব সঠিকভাবে পালন করলে ইতিহাসে তাঁদের নাম লেখা থাকবে। আর তা না হলে ইতিহাস ক্ষমা করবে না। এক স্বৈরাচারী সরকার চলে গেছে। এখন যদি আমরা আবার কর্তৃত্ববাদী শাসনের মধ্যে পড়ি, তাহলে জনগণ আশাহত হবে। দ্রুত জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।’

সংস্কার প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, বিচার ব্যবস্থায় কিছু সংস্কার দেখা গিয়েছিল। কিন্তু সেটি থেমে গেছে। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী দোসররা বসে আছে। তাদের না সরাতে পারলে প্রশাসন কখনোই জনমুখী হবে না।

বিএনপিকে জনগণের ভালোবাসায় গড়ে ওঠা দল দাবি করে জাহিদ হোসেন বলেন, জাতীয়তাবাদী দলের শক্তি এর সমর্থক, তৃণমূলের কর্মী বাহিনী ও সাধারণ মানুষ। ১৯৭৫ সালের ৭ নভেম্বর বিএনপি ছিল না, কিন্তু যখন দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে, তখন সিপাহি-জনতা ঘুরে দাঁড়িয়ে শহীদ জিয়াকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল। বিএনপির জায়গা মানুষের মনে, বিএনপি জনগণের দল।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্য আবদুল হকের সঞ্চালনায় বর্ধিত সভায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জাতীয় নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করুন-এ জেড এম জাহিদ হোসেন

Update Time : ০৭:৪৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

দ্রুত সংস্কার, বিচার এবং জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যত দ্রুত জনগণের কাছে তাদের মালিকানা ফিরিয়ে দেবেন, তত দ্রুত সমস্যা সমাধান হবে, মানুষ আশ্বস্ত হবে।

সোমবার (২ জুন) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের একটি রেস্তোরাঁর হল রুমে জেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জাহিদ হোসেন এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, ‘জনগণের অধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়ার দায়িত্ব এখনকার সরকারের। সেই দায়িত্ব সঠিকভাবে পালন করলে ইতিহাসে তাঁদের নাম লেখা থাকবে। আর তা না হলে ইতিহাস ক্ষমা করবে না। এক স্বৈরাচারী সরকার চলে গেছে। এখন যদি আমরা আবার কর্তৃত্ববাদী শাসনের মধ্যে পড়ি, তাহলে জনগণ আশাহত হবে। দ্রুত জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।’

সংস্কার প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, বিচার ব্যবস্থায় কিছু সংস্কার দেখা গিয়েছিল। কিন্তু সেটি থেমে গেছে। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী দোসররা বসে আছে। তাদের না সরাতে পারলে প্রশাসন কখনোই জনমুখী হবে না।

বিএনপিকে জনগণের ভালোবাসায় গড়ে ওঠা দল দাবি করে জাহিদ হোসেন বলেন, জাতীয়তাবাদী দলের শক্তি এর সমর্থক, তৃণমূলের কর্মী বাহিনী ও সাধারণ মানুষ। ১৯৭৫ সালের ৭ নভেম্বর বিএনপি ছিল না, কিন্তু যখন দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে, তখন সিপাহি-জনতা ঘুরে দাঁড়িয়ে শহীদ জিয়াকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল। বিএনপির জায়গা মানুষের মনে, বিএনপি জনগণের দল।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্য আবদুল হকের সঞ্চালনায় বর্ধিত সভায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।