বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিরাইয়ের বাউল সিরাজসহ পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান

সুনামগঞ্জের পাঁচজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিদের গুণিজন সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পাঁচজন গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

গুণিজন সম্মাননায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।

এবছর গুণিজন সম্মাননা প্রাপ্তরা হলেন কণ্ঠসঙ্গীত ক্যাটাগরিতে ছানা গোপাল সরকার, যন্ত্রসঙ্গীত ক্যাটাগরিতে মো. মছলন্দর আলী, সৃজনশীল সাংস্কৃতিক গবেষক ক্যাটাগরিতে মোহাম্মদ সুবাস উদ্দিন, লোকসংস্কৃতি ক্যাটাগরিতে বাউল সিরাজ উদ্দিন এবং নাট্যকলা ক্যাটাগরিতে রুবি আক্তার।

সম্মাননাপ্রাপ্ত গুণীজনরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই সম্মাননা তাদের ভবিষ্যৎ কর্মপ্রেরণা যোগাবে। তারা সুনামগঞ্জের শিল্প ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া গুণীজনদের অবদানের কথা স্মরণ করে বলেন, তাদের এই কাজ নতুন প্রজন্মকে শিল্প ও সংস্কৃতি চর্চায় উৎসাহিত করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দিরাইয়ের বাউল সিরাজসহ পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান

Update Time : ০১:৩৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

সুনামগঞ্জের পাঁচজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিদের গুণিজন সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পাঁচজন গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

গুণিজন সম্মাননায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।

এবছর গুণিজন সম্মাননা প্রাপ্তরা হলেন কণ্ঠসঙ্গীত ক্যাটাগরিতে ছানা গোপাল সরকার, যন্ত্রসঙ্গীত ক্যাটাগরিতে মো. মছলন্দর আলী, সৃজনশীল সাংস্কৃতিক গবেষক ক্যাটাগরিতে মোহাম্মদ সুবাস উদ্দিন, লোকসংস্কৃতি ক্যাটাগরিতে বাউল সিরাজ উদ্দিন এবং নাট্যকলা ক্যাটাগরিতে রুবি আক্তার।

সম্মাননাপ্রাপ্ত গুণীজনরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই সম্মাননা তাদের ভবিষ্যৎ কর্মপ্রেরণা যোগাবে। তারা সুনামগঞ্জের শিল্প ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া গুণীজনদের অবদানের কথা স্মরণ করে বলেন, তাদের এই কাজ নতুন প্রজন্মকে শিল্প ও সংস্কৃতি চর্চায় উৎসাহিত করবে।