শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাল্লা উপজেলার সাবেক চেয়ারম্যান এড. অবনী মোহন দাস আর নেই

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও শাল্লা উপজেলার বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডভোকেট অবনী মোহন দাস আর নেই।

আজ শনিবার (২ আগস্ট) বিকাল ৩ টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

অবনী মোহন দাস ১৯৫৭ সালের ১৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। শাল্লা উপজেলার মাহমুদ নগর গ্রামে তাঁর বাড়ি। পিতা প্রয়াত সদসিব রায় দাস এবং মাতা প্রয়াত প্রফুল্লবালা দাস। তিনি সিলেট এমসি কলেজ থেকে স্নাতকোত্তর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে শিক্ষা গ্রহণ করেন।

রাজনীতির পাশাপাশি তিনি আইন পেশায়ও জড়িত ছিলেন। ১৯৮৪ সালে বাবার মৃত্যুর পর শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে তাঁর রাজনৈতিক জীবনের ভিত্তি স্থাপন করেন। পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন থেকে শুরু করে এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর ভূমিকা অবিস্মরণীয়।

২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন এবং একাধিকবার উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এর মধ্যে ২০১৪ সালের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন।

এডভোকেট অবনী মোহন দাসের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের জনগণ তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন। স্থানীয়রা জানান, তিনি ছিলেন সৎ, নির্লোভ ও সংগ্রামী রাজনীতির প্রতীক। শাল্লা উপজেলাবাসীর কাছে তাঁর শূন্যতা অপূরণীয় ক্ষতি।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ আগামীকাল রোববার সকালে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয় প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন শেষে শাল্লায় নেওয়া হবে এবং আগামীকাল শেষকৃত্য অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শাল্লা উপজেলার সাবেক চেয়ারম্যান এড. অবনী মোহন দাস আর নেই

Update Time : ০১:০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও শাল্লা উপজেলার বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডভোকেট অবনী মোহন দাস আর নেই।

আজ শনিবার (২ আগস্ট) বিকাল ৩ টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

অবনী মোহন দাস ১৯৫৭ সালের ১৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। শাল্লা উপজেলার মাহমুদ নগর গ্রামে তাঁর বাড়ি। পিতা প্রয়াত সদসিব রায় দাস এবং মাতা প্রয়াত প্রফুল্লবালা দাস। তিনি সিলেট এমসি কলেজ থেকে স্নাতকোত্তর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে শিক্ষা গ্রহণ করেন।

রাজনীতির পাশাপাশি তিনি আইন পেশায়ও জড়িত ছিলেন। ১৯৮৪ সালে বাবার মৃত্যুর পর শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে তাঁর রাজনৈতিক জীবনের ভিত্তি স্থাপন করেন। পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন থেকে শুরু করে এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর ভূমিকা অবিস্মরণীয়।

২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন এবং একাধিকবার উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এর মধ্যে ২০১৪ সালের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন।

এডভোকেট অবনী মোহন দাসের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের জনগণ তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন। স্থানীয়রা জানান, তিনি ছিলেন সৎ, নির্লোভ ও সংগ্রামী রাজনীতির প্রতীক। শাল্লা উপজেলাবাসীর কাছে তাঁর শূন্যতা অপূরণীয় ক্ষতি।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ আগামীকাল রোববার সকালে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয় প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন শেষে শাল্লায় নেওয়া হবে এবং আগামীকাল শেষকৃত্য অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।