শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে গাড়ি ভাড়া নিয়ে শ্রমিক ও ছাত্রদের বিবাদ, সড়ক অবরোধ

গাড়ি ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের হেল্পার মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার সকালে শান্তিগঞ্জ সুবিপ্রবি’র অস্থায়ী ক্যাম্পাসের সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে বিকাল তিনটা থেকে সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে নতুন বাসস্টেশন সামনের সড়ক অবরোধ করেন পরিবহন মালিক-শ্রমিকরা।

এতে কয়েক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। বৃষ্টিতে ভিজে অনেক যাত্রীকে পায়ে হেঁটেও যানজট এলাকা পার হতে দেখা গেছে।

বিকাল পৌণে চার টার দিকে শ্রমিকরা পুলিশ প্রশাসনের অনুরোধে অবরোধ প্রত্যাহার করলেও ‘কর্মবিরতি’ চালানোর ঘোষণা দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ শহরের মল্লিকপুর বাসস্টেশন থেকে রোববার সকালে একটি বাস শান্তিগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পসে উদ্দেশ্যে ছেড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের সামনে বাস থেকে নামার সময় শিক্ষার্থীদের সাথে ভাড়া নিয়ে বাসের হেল্পারের কথা কাটাকাটি হয়। এসময় বাসের হেল্পার মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন বাস শ্রমিকরা।

পরে বিষয়টি জানাজানি হলে বিকাল ৩টা থেকে শহরের নতুন বাসস্টেশনের সামনের সড়ক অবরোধ করেন পরিবহন মালিক ও শ্রমিকরা। একারণে শহরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়, দুভোর্গে পড়েন এই সড়ক দিয়ে চলাচলকারী হাজারো যাত্রী। শত শত যানবাহন আটকা পড়ে।

তবে সুবিপ্রবি’র রসায়ন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বললেন,’ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী জয় ও আরিফসহ কয়েকজন শিক্ষার্থী সুনামগঞ্জ থেকে শান্তিগঞ্জ যাওয়ার সময় অর্ধেক ভাড়া দেওয়া নিয়ে হেলপারের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই হেলপার একজন শিক্ষার্থীকে ধাক্কা দেয়। এ নিয়ে দুইপক্ষের মধ্যে ঝামেলা বাঁধে। ‘

আব্দুর রহমান জানান, বাসে থাকা শিক্ষার্থীরা দাবি করেছেন, ঝগড়ায় জড়ানো বাসের হেলপার মাদকাসক্ত ছিলেন।

সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বললেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাড়া নিয়ে এর আগেও ঝগড়া-বিবাদ করেছেন। সকালে রোববার তারা একজন শ্রমিককে মারধর করেছে। ক্ষুব্ধ শ্রমিকরা এই ঘটনার বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বিষয় পরে দেখা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সুনামগঞ্জে গাড়ি ভাড়া নিয়ে শ্রমিক ও ছাত্রদের বিবাদ, সড়ক অবরোধ

Update Time : ০৪:০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

গাড়ি ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের হেল্পার মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার সকালে শান্তিগঞ্জ সুবিপ্রবি’র অস্থায়ী ক্যাম্পাসের সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে বিকাল তিনটা থেকে সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে নতুন বাসস্টেশন সামনের সড়ক অবরোধ করেন পরিবহন মালিক-শ্রমিকরা।

এতে কয়েক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। বৃষ্টিতে ভিজে অনেক যাত্রীকে পায়ে হেঁটেও যানজট এলাকা পার হতে দেখা গেছে।

বিকাল পৌণে চার টার দিকে শ্রমিকরা পুলিশ প্রশাসনের অনুরোধে অবরোধ প্রত্যাহার করলেও ‘কর্মবিরতি’ চালানোর ঘোষণা দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ শহরের মল্লিকপুর বাসস্টেশন থেকে রোববার সকালে একটি বাস শান্তিগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পসে উদ্দেশ্যে ছেড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের সামনে বাস থেকে নামার সময় শিক্ষার্থীদের সাথে ভাড়া নিয়ে বাসের হেল্পারের কথা কাটাকাটি হয়। এসময় বাসের হেল্পার মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন বাস শ্রমিকরা।

পরে বিষয়টি জানাজানি হলে বিকাল ৩টা থেকে শহরের নতুন বাসস্টেশনের সামনের সড়ক অবরোধ করেন পরিবহন মালিক ও শ্রমিকরা। একারণে শহরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়, দুভোর্গে পড়েন এই সড়ক দিয়ে চলাচলকারী হাজারো যাত্রী। শত শত যানবাহন আটকা পড়ে।

তবে সুবিপ্রবি’র রসায়ন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বললেন,’ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী জয় ও আরিফসহ কয়েকজন শিক্ষার্থী সুনামগঞ্জ থেকে শান্তিগঞ্জ যাওয়ার সময় অর্ধেক ভাড়া দেওয়া নিয়ে হেলপারের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই হেলপার একজন শিক্ষার্থীকে ধাক্কা দেয়। এ নিয়ে দুইপক্ষের মধ্যে ঝামেলা বাঁধে। ‘

আব্দুর রহমান জানান, বাসে থাকা শিক্ষার্থীরা দাবি করেছেন, ঝগড়ায় জড়ানো বাসের হেলপার মাদকাসক্ত ছিলেন।

সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বললেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাড়া নিয়ে এর আগেও ঝগড়া-বিবাদ করেছেন। সকালে রোববার তারা একজন শ্রমিককে মারধর করেছে। ক্ষুব্ধ শ্রমিকরা এই ঘটনার বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বিষয় পরে দেখা হবে।