বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নাছির চৌধুরীর বার্তা: “বিভেদ নয়, ঐক্যই হোক আমাদের শক্তি”

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী শারীরিক অসুস্থতা থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসাধীন অবস্থায়ও তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।

রোববার (৩ আগস্ট) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই বার্তাটি প্রকাশ করেন নাছির চৌধুরী। সেখানে তিনি বিএনপির রাজনীতিতে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, দলে বিভক্তি নয়, বরং ত্যাগীদের মূল্যায়নের ভিত্তিতে একযোগে কাজ করাই হোক মূল লক্ষ্য। আমার নাম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি না করেন।

উক্ত বার্তায় তিনি লেখেন
“প্রিয় সহকর্মীবৃন্দ,

আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা।
আমি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন রয়েছি। আল্লাহর অশেষ রহমত, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধান এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছি। আশাবাদী, খুব শিগগিরই আপনাদের মাঝে ফিরে আসতে পারব ইনশাআল্লাহ।

যদিও আমি শারীরিকভাবে এলাকায় উপস্থিত নেই, তবে মনপ্রাণে সবসময় আপনাদের সঙ্গেই আছি।
দুঃখের বিষয়, কিছু ব্যক্তি আমার নাম ব্যবহার করে নিজেদের স্বার্থে গ্রুপ তৈরি ও বিভ্রান্তিকর তৎপরতায় লিপ্ত হয়েছেন। আমি স্পষ্টভাবে জানাতে চাই—দিরাই-শাল্লার সাধারণ মানুষই আমার আপনজন। আপনাদের ঘর-বাড়িই আমার ঘর-বাড়ি। আপনারাই আমার ভাই, বন্ধু, সন্তান, স্বজন।

আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, আমাদের দায়িত্ব দলকে ঐক্যবদ্ধ রাখা এবং জনগণের অধিকার আদায়ে কাজ করা।
আমি বিএনপির একজন দায়িত্বশীল কর্মী হিসেবে বলতে চাই দলে কোনো বিভক্তি বা গ্রুপিং চলবে না। দিরাই-শাল্লায় যারা বিএনপির রাজনীতি করেন, তারা সবাই আমার পরিবারের অংশ। আমি কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে একযোগে কাজ করতে চাই।

আমি অনুরোধ করবো আমার নাম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি না করেন।

যারা দীর্ঘদিন ধরে নির্যাতিত, নিপীড়িত হয়েও দলের পাশে থেকেছেন, তারাই আমাদের আসল সম্পদ। ধানের শীষের বিজয়ের জন্য তাদের অবদান অনস্বীকার্য। ইনশাআল্লাহ, যথাসময়ে সবার যথাযথ মূল্যায়ন করা হবে। দলীয় স্বার্থে, ত্যাগীদের প্রাধান্যই হবে আমাদের অগ্রাধিকার।

এখানে স্পষ্ট করে বলতে চাই ব্যক্তিগত বা পারিবারিক সম্পর্ক ব্যবহার করে কেউ যেন ফায়দা নেওয়ার চেষ্টা না করে।

বিএনপি আমার পরিবার, আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা তারেক রহমান এবং আমাদের প্রতীক ধানের শীষ এগুলোর বাইরে আমার কোনো পৃথক পরিচয় নেই।
তাই বিভেদ নয়, ঐক্যই হোক আমাদের শক্তি।

কিছু ব্যক্তি হাতেগোনা মানুষ নিয়ে আলাদাভাবে কর্মসূচি পালন করছেন এটি অনাকাঙ্ক্ষিত, হাস্যকর এবং আমার জন্য বিব্রতকর।

দয়া করে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। একইসঙ্গে স্পষ্ট করে দিচ্ছি চাঁদাবাজ, দালাল ও সুবিধাবাদীদের দলে কোনো স্থান নেই।
এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট ও কঠোর।

সবশেষে, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই শিগগিরই আমি এলাকায় ফিরবো, ইনশাআল্লাহ নির্বাচনে অংশ নেব এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করে সুনামগঞ্জ-২ আসনটি দলের জন্য অর্জন করবো।

সবার প্রতি ভালোবাসা ও দোয়া রইলো।

শুভেচ্ছান্তে,
নাছির চৌধুরী
সাবেক এমপি, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা)
সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাছির চৌধুরীর বার্তা: “বিভেদ নয়, ঐক্যই হোক আমাদের শক্তি”

Update Time : ০৮:১০:১২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী শারীরিক অসুস্থতা থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসাধীন অবস্থায়ও তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।

রোববার (৩ আগস্ট) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই বার্তাটি প্রকাশ করেন নাছির চৌধুরী। সেখানে তিনি বিএনপির রাজনীতিতে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, দলে বিভক্তি নয়, বরং ত্যাগীদের মূল্যায়নের ভিত্তিতে একযোগে কাজ করাই হোক মূল লক্ষ্য। আমার নাম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি না করেন।

উক্ত বার্তায় তিনি লেখেন
“প্রিয় সহকর্মীবৃন্দ,

আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা।
আমি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন রয়েছি। আল্লাহর অশেষ রহমত, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধান এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছি। আশাবাদী, খুব শিগগিরই আপনাদের মাঝে ফিরে আসতে পারব ইনশাআল্লাহ।

যদিও আমি শারীরিকভাবে এলাকায় উপস্থিত নেই, তবে মনপ্রাণে সবসময় আপনাদের সঙ্গেই আছি।
দুঃখের বিষয়, কিছু ব্যক্তি আমার নাম ব্যবহার করে নিজেদের স্বার্থে গ্রুপ তৈরি ও বিভ্রান্তিকর তৎপরতায় লিপ্ত হয়েছেন। আমি স্পষ্টভাবে জানাতে চাই—দিরাই-শাল্লার সাধারণ মানুষই আমার আপনজন। আপনাদের ঘর-বাড়িই আমার ঘর-বাড়ি। আপনারাই আমার ভাই, বন্ধু, সন্তান, স্বজন।

আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, আমাদের দায়িত্ব দলকে ঐক্যবদ্ধ রাখা এবং জনগণের অধিকার আদায়ে কাজ করা।
আমি বিএনপির একজন দায়িত্বশীল কর্মী হিসেবে বলতে চাই দলে কোনো বিভক্তি বা গ্রুপিং চলবে না। দিরাই-শাল্লায় যারা বিএনপির রাজনীতি করেন, তারা সবাই আমার পরিবারের অংশ। আমি কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে একযোগে কাজ করতে চাই।

আমি অনুরোধ করবো আমার নাম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি না করেন।

যারা দীর্ঘদিন ধরে নির্যাতিত, নিপীড়িত হয়েও দলের পাশে থেকেছেন, তারাই আমাদের আসল সম্পদ। ধানের শীষের বিজয়ের জন্য তাদের অবদান অনস্বীকার্য। ইনশাআল্লাহ, যথাসময়ে সবার যথাযথ মূল্যায়ন করা হবে। দলীয় স্বার্থে, ত্যাগীদের প্রাধান্যই হবে আমাদের অগ্রাধিকার।

এখানে স্পষ্ট করে বলতে চাই ব্যক্তিগত বা পারিবারিক সম্পর্ক ব্যবহার করে কেউ যেন ফায়দা নেওয়ার চেষ্টা না করে।

বিএনপি আমার পরিবার, আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা তারেক রহমান এবং আমাদের প্রতীক ধানের শীষ এগুলোর বাইরে আমার কোনো পৃথক পরিচয় নেই।
তাই বিভেদ নয়, ঐক্যই হোক আমাদের শক্তি।

কিছু ব্যক্তি হাতেগোনা মানুষ নিয়ে আলাদাভাবে কর্মসূচি পালন করছেন এটি অনাকাঙ্ক্ষিত, হাস্যকর এবং আমার জন্য বিব্রতকর।

দয়া করে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। একইসঙ্গে স্পষ্ট করে দিচ্ছি চাঁদাবাজ, দালাল ও সুবিধাবাদীদের দলে কোনো স্থান নেই।
এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট ও কঠোর।

সবশেষে, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই শিগগিরই আমি এলাকায় ফিরবো, ইনশাআল্লাহ নির্বাচনে অংশ নেব এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করে সুনামগঞ্জ-২ আসনটি দলের জন্য অর্জন করবো।

সবার প্রতি ভালোবাসা ও দোয়া রইলো।

শুভেচ্ছান্তে,
নাছির চৌধুরী
সাবেক এমপি, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা)
সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।