সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিরাই শাল্লায় বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, দলের বড় বড় নেতারা দুর্দিনে দল ছেড়ে দিলেও ছাত্রদল থেকে আসা নেতাকর্মীরা কখনও বেইমানি করেনি। তারা সংগ্রাম করেছে, সংগঠন আগলে রেখেছে। আমি আজ ফ্রান্সে এসেছি সেই সব নির্যাতিত জাতীয়তাবাদী পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করতে, যারা বাকশালী শাসনব্যবস্থার শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।
তিনি বলেন, আমি রাজনীতি করেছি দিরাই-শাল্লার মানুষের কল্যাণের জন্য, তাদের ভালোবাসার টানে। মানুষের দুঃখ-কষ্ট, অন্যায়-অবিচার, অবহেলা এসবের বিরুদ্ধে কথা বলেছি, পাশে থেকেছি। মানুষই আমার শক্তি, মানুষই আমার রাজনীতির মূল ভিত্তি। তিনি আরও বলেন, আমার রাজনৈতিক জীবন শুরু ছাত্রদল থেকে। ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে দিরাই-শাল্লায় আন্দোলনের ফ্রন্টলাইনে থেকে নেতৃত্ব দিয়েছি। বহুবার হয়রানি ও হুমকির শিকার হয়েছি। তারপরও পিছু হটিনি। তারেক রহমানের আদর্শে থেকে আমি গণমানুষের রাজনীতিকে আঁকড়ে ধরেছি।
তিনি আরও বলেন, করোনার দুর্যোগ, ভয়াবহ বন্যা রাজনৈতিক নিপীড়নের মধ্যেও আমি চেষ্টা করেছি এলাকার মানুষের পাশে থাকতে। আমার সামর্থ্য অনুযায়ী দিরাই শাল্লার মানুষের পাশে দাঁড়িয়েছি।
তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান যেভাবে সরল জীবনযাপন করে সংগঠন পরিচালনা করছেন, আমরা নেতার অনুসরণে রাজনীতিতে করে যাচ্ছি। শোষণের বিরুদ্ধে, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। দেশের উন্নয়নে প্রবাসীদের বিরাট ভূমিকা রয়েছে। আপনাদের সকলের সহযোগিতায় উন্নয়ন বঞ্চিত দিরাই শাল্লার মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
দিরাই-শাল্লা জাতীয়তাবাদী পরিবার ফ্রান্সের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্যারিসের একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স বিএনপি নেতা ও দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী এনাম।
সাবেক ছাত্রদল নেতা জাবেদ চৌধুরী ও জানে আলমের পরিচালনায় মতবিনিময় সভার শুরুতে
কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাহমুদুল হাসান।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ তাহের। বিশেষ অতিথি ছিলেন, ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি আহসানুল হক বুলু, জমিনুল হক, সিরাজুল ইসলাম মিয়া, সহসভাপতি এমএ রহিম, রশিদ পাঠওয়ারী, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রেজা, জুনেদ আহমদ, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক শাহীন মিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দিরাই উপজেলার বিএনপি নেতা মতি মিয়া সরদার, মোহাম্মদ আলী হোসেন, হুমায়ুন সরদার, রতন মিয়া, এনাম সরদার, গোলাপগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সামাদুর রহমান অপু, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী চৌধুরী, মিলান স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুর হোসেন জমির, ফ্রান্স জাসাসের সদস্য সচিব সুহেল আহমদ, ইউকে ক্যামব্রিজ বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম, বিএনপি নেতা আবুল ফজল, এহসানুল হক রাসেল, রিফাত সরদার, নাইম ইসলাম, নাইম চৌধুরী, শেখ জুনেদ প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক: 









