শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত আহত ২

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বাহাদরপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ সিএনজি যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন। বুধবার দুপুর পৌঁনে একটায় এই ঘটনা ঘটে। ঘটনার পর বাস চালক পালিয়েছে।

দুর্ঘটনার পর বাহাদরপুর এলাকায় সড়কের আশপাশের শত শত মানুষ এসে জড়ো হওয়ায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা জাহান খুশি, তিনি সুনামগঞ্জ শহরের আরপিননগর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে এবং অন্য শিক্ষার্থী স্নেহা চক্রবর্ত্তী (১৮), তিনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ করে সুনামগঞ্জ শহরের বাসায় ফিরছিলেন। তার গ্রামের বাড়ি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে। এছাড়া শফিকুল ইসলাম (৫০) নামের আরও একজন সিএনজি যাত্রী নিহত হয়েছেন। তিনি শহরের আলীপাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাহাদুরপুর এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী বাস (নম্বর সিলেট ব-১১-০১১১) এবং সুনামগঞ্জগামী সিএনজি মুখোমুখী সংঘর্ষ বাধে। দ্রুতগামী বাসটি উল্টোসাইডে (রং সাইডে) গিয়ে সিএনজিকে আঘাত করে। এসময় সিএনজি যাত্রীরা হতাহত হন। আহত যাত্রীরা নাম সুনামগঞ্জ সদর উপজেলার লালারচর গ্রামের ঐশী রানী পাল (১৮), তিনি গ্রামের বিনয় ভূষণ পালের মেয়ে। অন্যজন জেলার শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরি গ্রামের বাসিন্দা রমজান আলীর ছেলে সিএনজি চালক রশিদ আহমেদ।

বাসের যাত্রী ছোটন সুত্র দাস জানালেন, আমি বাসের পেছনের সিটে ছিলাম। বাহাদরপুর এলাকার সামনে আসার পর হঠাৎ খেয়াল করলাম গাড়ি হোছট খেয়েছে। পরে দেখি সড়কের একেবারে কিনারে (একপাশে) চলে গেছে গাড়ী। চালক বেকঘিয়ারে গাড়ি সড়কে তুলে- দ্রুত চালানো শুরু করে। আমরা যাত্রীরা চালকের কাছে জানতে চাই ‘কী হয়েছিল, এভাবে চালাচ্ছেন কেন, সে কিছু বলেনি।’ দিরাই সড়কমোড় পাড় হয়ে একটি গ্রামের সামনে বাস থামিয়ে চালক ও হেল্পার পালিয়ে যায়। এসময় যাত্রীরা যে যার মত করে গন্তব্যে ফিরেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান, নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাস আটক করা হয়েছে। চালক ও হেল্পারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত আহত ২

Update Time : ১১:৪৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বাহাদরপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ সিএনজি যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন। বুধবার দুপুর পৌঁনে একটায় এই ঘটনা ঘটে। ঘটনার পর বাস চালক পালিয়েছে।

দুর্ঘটনার পর বাহাদরপুর এলাকায় সড়কের আশপাশের শত শত মানুষ এসে জড়ো হওয়ায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা জাহান খুশি, তিনি সুনামগঞ্জ শহরের আরপিননগর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে এবং অন্য শিক্ষার্থী স্নেহা চক্রবর্ত্তী (১৮), তিনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ করে সুনামগঞ্জ শহরের বাসায় ফিরছিলেন। তার গ্রামের বাড়ি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে। এছাড়া শফিকুল ইসলাম (৫০) নামের আরও একজন সিএনজি যাত্রী নিহত হয়েছেন। তিনি শহরের আলীপাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাহাদুরপুর এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী বাস (নম্বর সিলেট ব-১১-০১১১) এবং সুনামগঞ্জগামী সিএনজি মুখোমুখী সংঘর্ষ বাধে। দ্রুতগামী বাসটি উল্টোসাইডে (রং সাইডে) গিয়ে সিএনজিকে আঘাত করে। এসময় সিএনজি যাত্রীরা হতাহত হন। আহত যাত্রীরা নাম সুনামগঞ্জ সদর উপজেলার লালারচর গ্রামের ঐশী রানী পাল (১৮), তিনি গ্রামের বিনয় ভূষণ পালের মেয়ে। অন্যজন জেলার শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরি গ্রামের বাসিন্দা রমজান আলীর ছেলে সিএনজি চালক রশিদ আহমেদ।

বাসের যাত্রী ছোটন সুত্র দাস জানালেন, আমি বাসের পেছনের সিটে ছিলাম। বাহাদরপুর এলাকার সামনে আসার পর হঠাৎ খেয়াল করলাম গাড়ি হোছট খেয়েছে। পরে দেখি সড়কের একেবারে কিনারে (একপাশে) চলে গেছে গাড়ী। চালক বেকঘিয়ারে গাড়ি সড়কে তুলে- দ্রুত চালানো শুরু করে। আমরা যাত্রীরা চালকের কাছে জানতে চাই ‘কী হয়েছিল, এভাবে চালাচ্ছেন কেন, সে কিছু বলেনি।’ দিরাই সড়কমোড় পাড় হয়ে একটি গ্রামের সামনে বাস থামিয়ে চালক ও হেল্পার পালিয়ে যায়। এসময় যাত্রীরা যে যার মত করে গন্তব্যে ফিরেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান, নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাস আটক করা হয়েছে। চালক ও হেল্পারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।