বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাইফের দুর্দান্ত ফেরা, লিটনের ঝলক, তাসকিনের আগুনে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ

প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরে যেন নিজের উপস্থিতিই জানান দিলেন সাইফ হাসান। বল হাতে আগুন ঝরালেন, ব্যাট হাতে খেললেন নির্ভরযোগ্য ইনিংস। সঙ্গে ছিল অধিনায়ক লিটন দাসের দাপুটে ব্যাটিং আর তাসকিন আহমেদের ঝড়ো বোলিং। সব মিলিয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং নেয় বাংলাদেশ। লিটনের সিদ্ধান্তের সঠিকতা প্রমাণ করতে খুব বেশি দেরি করেননি তাসকিন আহমেদ। মাত্র ৩৮ রানের মধ্যে ফেরান ডাচ দুই ওপেনারকে। এরপর স্পিনে নেমে এক ওভারেই দুই উইকেট নেন সাইফ হাসান। অল্প কিছুক্ষণ পর আবারও আঘাত করে ডাচদের বড় সংগ্রহের স্বপ্ন গুঁড়িয়ে দেন তিনি। শেষ পর্যন্ত ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তাসকিন এবং ম্যাচসেরার পুরস্কার জিতে নেন।

১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং শুরু করে বাংলাদেশ। পারভেজ ইমন ২৬ রানের ঝোড়ো ইনিংস খেললেও টিকে থাকতে পারেননি বেশি সময়। তবে লিটন দাসের ব্যাটে ঝলসে ওঠে সিলেট। তানজিদ তামিমকে সঙ্গে নিয়ে ৩৯ বলে ৬৬ রানের শক্ত জুটি গড়েন তিনি। পরে সাইফ হাসানকে সঙ্গী করে ২৬ বলে নিজের পঞ্চাশ পূর্ণ করেন অধিনায়ক। শেষ পর্যন্ত ২৯ বলে ৫৪ রান করে দলের সহজ জয়ের পথ সুগম করেন লিটন। অপর প্রান্তে সাইফ ছিলেন ১৯ বলে অপরাজিত ৩৬ রানে।

বাংলাদেশের ব্যাটিং-বোলিং সমন্বিত দাপটে ম্যাচে কোনও প্রতিরোধ গড়তে পারেনি নেদারল্যান্ডস। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে এখন টাইগাররা। আগামী ১ সেপ্টেম্বর একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাইফের দুর্দান্ত ফেরা, লিটনের ঝলক, তাসকিনের আগুনে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ

Update Time : ০৬:৩৭:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরে যেন নিজের উপস্থিতিই জানান দিলেন সাইফ হাসান। বল হাতে আগুন ঝরালেন, ব্যাট হাতে খেললেন নির্ভরযোগ্য ইনিংস। সঙ্গে ছিল অধিনায়ক লিটন দাসের দাপুটে ব্যাটিং আর তাসকিন আহমেদের ঝড়ো বোলিং। সব মিলিয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং নেয় বাংলাদেশ। লিটনের সিদ্ধান্তের সঠিকতা প্রমাণ করতে খুব বেশি দেরি করেননি তাসকিন আহমেদ। মাত্র ৩৮ রানের মধ্যে ফেরান ডাচ দুই ওপেনারকে। এরপর স্পিনে নেমে এক ওভারেই দুই উইকেট নেন সাইফ হাসান। অল্প কিছুক্ষণ পর আবারও আঘাত করে ডাচদের বড় সংগ্রহের স্বপ্ন গুঁড়িয়ে দেন তিনি। শেষ পর্যন্ত ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তাসকিন এবং ম্যাচসেরার পুরস্কার জিতে নেন।

১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং শুরু করে বাংলাদেশ। পারভেজ ইমন ২৬ রানের ঝোড়ো ইনিংস খেললেও টিকে থাকতে পারেননি বেশি সময়। তবে লিটন দাসের ব্যাটে ঝলসে ওঠে সিলেট। তানজিদ তামিমকে সঙ্গে নিয়ে ৩৯ বলে ৬৬ রানের শক্ত জুটি গড়েন তিনি। পরে সাইফ হাসানকে সঙ্গী করে ২৬ বলে নিজের পঞ্চাশ পূর্ণ করেন অধিনায়ক। শেষ পর্যন্ত ২৯ বলে ৫৪ রান করে দলের সহজ জয়ের পথ সুগম করেন লিটন। অপর প্রান্তে সাইফ ছিলেন ১৯ বলে অপরাজিত ৩৬ রানে।

বাংলাদেশের ব্যাটিং-বোলিং সমন্বিত দাপটে ম্যাচে কোনও প্রতিরোধ গড়তে পারেনি নেদারল্যান্ডস। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে এখন টাইগাররা। আগামী ১ সেপ্টেম্বর একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।