বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিরাইয়ে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রুমি চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাবেক সংসদ সদস্য মিফতাহ উদ্দিন চৌধুরী রুমির নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দিরাই কলেজ রোডস্থ বাগানবাড়ি কমিউনিটি সেন্টার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি।

সমাবেশে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মাহদীন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির মিয়া, জগদল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সমুজ মিয়া, কুলঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন, ম্যানচেস্টার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির সদস্য আবুল খয়ের চৌধুরী, আবু সাঈদ চৌধুরী, সাবেক কাউন্সিল মসাহিদ মিয়া, বিএনপি নেতা সুজাত চৌধুরী, দিরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইদুল চৌধুরী, সদস্য শাহীন চৌধুরী, সেলিম চৌধুরী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি বলেন, ধানের শীষ মানুষের অন্তরের প্রতীক। জনগণের ভালোবাসা বিএনপির প্রতি অবিচল রয়েছে। বিগত সরকার নানা ষড়যন্ত্র চালালেও বিএনপিকে ধ্বংস করতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মামলা-হামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের কারাগারে পাঠিয়েছে, নির্যাতন করেছে। কিন্তু বিএনপি সবসময় রাজপথে থেকেছে গণতন্ত্রের লড়াইয়ে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দিরাইয়ে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রুমি চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি

Update Time : ০৫:৪৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাবেক সংসদ সদস্য মিফতাহ উদ্দিন চৌধুরী রুমির নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দিরাই কলেজ রোডস্থ বাগানবাড়ি কমিউনিটি সেন্টার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি।

সমাবেশে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মাহদীন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির মিয়া, জগদল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সমুজ মিয়া, কুলঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন, ম্যানচেস্টার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির সদস্য আবুল খয়ের চৌধুরী, আবু সাঈদ চৌধুরী, সাবেক কাউন্সিল মসাহিদ মিয়া, বিএনপি নেতা সুজাত চৌধুরী, দিরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইদুল চৌধুরী, সদস্য শাহীন চৌধুরী, সেলিম চৌধুরী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি বলেন, ধানের শীষ মানুষের অন্তরের প্রতীক। জনগণের ভালোবাসা বিএনপির প্রতি অবিচল রয়েছে। বিগত সরকার নানা ষড়যন্ত্র চালালেও বিএনপিকে ধ্বংস করতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মামলা-হামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের কারাগারে পাঠিয়েছে, নির্যাতন করেছে। কিন্তু বিএনপি সবসময় রাজপথে থেকেছে গণতন্ত্রের লড়াইয়ে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না।