বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিরাইয়ে টেকনিক্যাল কলেজ স্থাপন নিয়ে আবারও বিরোধিতা, অতীতে বহু উন্নয়ন থেকে বঞ্চিত দিরাইবাসী

দিরাই উপজেলায় সরকার কর্তৃক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের উদ্যোগ নিয়ে জনমত বিভক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে তর্ক-বিতর্ক চললেও অনেকেই মনে করছেন, দিরাইবাসীর দীর্ঘদিনের অভ্যাসগত বিরোধিতার কারণে নানা সময়ে উন্নয়নকাজ থমকে গেছে।

স্থানীয় প্রবীণদের ভাষ্য অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি থাকাকালে তার দিরাই সফরের কর্মসূচি ছিল। কিন্তু স্থানীয় বিরোধিতার কারণে সফরটি শেষ মুহূর্তে বাতিল হয়। এতে উন্নয়ন বঞ্চিত হয় দিরাই।

দিরাই কলেজ প্রতিষ্ঠা, দিরাই-মদনপুর সড়ক নির্মাণ ও উদ্বোধন, এমনকি দিরাই পৌরসভা বাস্তবায়নসহ প্রতিটি ক্ষেত্রেই স্থানীয়ভাবে বিরোধিতা হয়েছে বলে অভিযোগ রয়েছে। আবার পৌর এলাকার সুজানগর গ্রামে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সেটি সুনামগঞ্জ সদরে স্থাপিত হয়, তখনও কার্যত কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

এছাড়া দিরাই থেকে মার্কুলি পর্যন্ত উড়াল সড়ক, এবং পাথারিয়া থেকে বাংলাবাজার পর্যন্ত অলওয়েদার রোড প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। কিন্তু এ নিয়েও দিরাইবাসী কার্যকর কোনো দাবি তোলেননি।

বর্তমানে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের প্রক্রিয়া এগোচ্ছে। কিন্তু এখানেও শুরু হয়েছে বিরোধিতা। সচেতন মহলের মন্তব্য, এভাবে বিরোধিতার কারণে দিরাই উন্নয়ন থেকে বারবার বঞ্চিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দিরাইয়ে টেকনিক্যাল কলেজ স্থাপন নিয়ে আবারও বিরোধিতা, অতীতে বহু উন্নয়ন থেকে বঞ্চিত দিরাইবাসী

Update Time : ০৬:৩৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

দিরাই উপজেলায় সরকার কর্তৃক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের উদ্যোগ নিয়ে জনমত বিভক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে তর্ক-বিতর্ক চললেও অনেকেই মনে করছেন, দিরাইবাসীর দীর্ঘদিনের অভ্যাসগত বিরোধিতার কারণে নানা সময়ে উন্নয়নকাজ থমকে গেছে।

স্থানীয় প্রবীণদের ভাষ্য অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি থাকাকালে তার দিরাই সফরের কর্মসূচি ছিল। কিন্তু স্থানীয় বিরোধিতার কারণে সফরটি শেষ মুহূর্তে বাতিল হয়। এতে উন্নয়ন বঞ্চিত হয় দিরাই।

দিরাই কলেজ প্রতিষ্ঠা, দিরাই-মদনপুর সড়ক নির্মাণ ও উদ্বোধন, এমনকি দিরাই পৌরসভা বাস্তবায়নসহ প্রতিটি ক্ষেত্রেই স্থানীয়ভাবে বিরোধিতা হয়েছে বলে অভিযোগ রয়েছে। আবার পৌর এলাকার সুজানগর গ্রামে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সেটি সুনামগঞ্জ সদরে স্থাপিত হয়, তখনও কার্যত কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

এছাড়া দিরাই থেকে মার্কুলি পর্যন্ত উড়াল সড়ক, এবং পাথারিয়া থেকে বাংলাবাজার পর্যন্ত অলওয়েদার রোড প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। কিন্তু এ নিয়েও দিরাইবাসী কার্যকর কোনো দাবি তোলেননি।

বর্তমানে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের প্রক্রিয়া এগোচ্ছে। কিন্তু এখানেও শুরু হয়েছে বিরোধিতা। সচেতন মহলের মন্তব্য, এভাবে বিরোধিতার কারণে দিরাই উন্নয়ন থেকে বারবার বঞ্চিত হচ্ছে।