বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাদ পড়ছেন নাছির চৌধুরী, বিকল্প পাবেল নাকি রুমি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে বিএনপি। এ লক্ষ্যে শীর্ষ নেতৃত্ব নানাভাবে কাজ করছেন এবং আগামী মাসের মধ্যে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে দলটির।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে এবার মনোনয়ন পাচ্ছেন না সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী। তিনি শারীরিকভাবে গুরুতর অসুস্থ হওয়ায় বিকল্প প্রার্থী হিসেবে দুইজনের কথা ভাবছে বিএনপি। তারা হলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল ও অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি।

দিরাই উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাছির উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। নির্বাচন করা কিংবা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের মতো শারীরিক কিংবা মানসিক অবস্থায় নেই তিনি। সম্প্রতি তিনি ঢাকা থেকে চিকিৎসা নিয়ে দিরাই ও শাল্লায় দুইটি সমাবেশ করেছেন তবুও শারীরিক অবস্থার দৃশ্যমান উন্নতি দেখা যায়নি। উন্নত চিকিৎসার জন্য আগামী মাসে তাঁর থাইল্যান্ড যাওয়ার কথা রয়েছে।

স্থানীয় বিএনপির সূত্র আরও জানান, নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতাকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেট নাছির চৌধুরীর পরিবারে বিশৃঙ্খলা তৈরি করে নিজেদের ব্যক্তিগত রাজনৈতিক সুযোগ-সুবিধা লোটার চেষ্টা করছে। এর ফলে দিরাই ও শাল্লার মূলধারার বেশিরভাগই তৃণমূল নেতাকর্মী নাছির চৌধুরীর পক্ষ ত্যাগ করতে বাধ্য হয়েছেন।

বিএনপির জেলা কমিটির এক দায়িত্বশীল নেতা নিশ্চিত করে জানান, নাছির উদ্দিন চৌধুরী খুবই অসুস্থ। এবার তিনি মনোনয়ন পাচ্ছেন না। বিকল্প হিসেবে তাহির রায়হান চৌধুরী পাবেল ও মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি এই দুইজনকেই ভাবা হচ্ছে। তাদের মধ্যে একজনকে শেষ পর্যন্ত মনোনয়ন দেওয়া হবে।

এদিকে সম্ভাব্য প্রার্থী রুমি ও পাবেল ইতিমধ্যেই প্রচারণায় সক্রিয় হয়েছেন। প্রতিদিন ইউনিয়ন ও গ্রামে ঘুরে ভোটারদের সঙ্গে যোগাযোগ, লিফলেট বিতরণ, পথসভা এবং দুর্গাপূজার মন্দির পরিদর্শনের মতো কর্মসূচি চালাচ্ছেন তাঁরা।

গত রবিবার রফিনগরে এক পথসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন বলেন, আমাদের নেতা নাছির উদ্দিন চৌধুরী অসুস্থ। তিনি বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন। মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি ধানের শীষের প্রার্থী হবেন।

অন্যদিকে একই দিন পাবেল চৌধুরীর নেতৃত্বে মটর শোভা যাত্রা শেষে দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে পাবেল চৌধুরী দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছেন, দল তাঁকেই মনোনয়ন দিবে। আমরা ঐক্যবদ্ধভাবে তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে বিজয়ী করব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাদ পড়ছেন নাছির চৌধুরী, বিকল্প পাবেল নাকি রুমি

Update Time : ০৮:৪১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে বিএনপি। এ লক্ষ্যে শীর্ষ নেতৃত্ব নানাভাবে কাজ করছেন এবং আগামী মাসের মধ্যে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে দলটির।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে এবার মনোনয়ন পাচ্ছেন না সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী। তিনি শারীরিকভাবে গুরুতর অসুস্থ হওয়ায় বিকল্প প্রার্থী হিসেবে দুইজনের কথা ভাবছে বিএনপি। তারা হলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল ও অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি।

দিরাই উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাছির উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। নির্বাচন করা কিংবা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের মতো শারীরিক কিংবা মানসিক অবস্থায় নেই তিনি। সম্প্রতি তিনি ঢাকা থেকে চিকিৎসা নিয়ে দিরাই ও শাল্লায় দুইটি সমাবেশ করেছেন তবুও শারীরিক অবস্থার দৃশ্যমান উন্নতি দেখা যায়নি। উন্নত চিকিৎসার জন্য আগামী মাসে তাঁর থাইল্যান্ড যাওয়ার কথা রয়েছে।

স্থানীয় বিএনপির সূত্র আরও জানান, নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতাকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেট নাছির চৌধুরীর পরিবারে বিশৃঙ্খলা তৈরি করে নিজেদের ব্যক্তিগত রাজনৈতিক সুযোগ-সুবিধা লোটার চেষ্টা করছে। এর ফলে দিরাই ও শাল্লার মূলধারার বেশিরভাগই তৃণমূল নেতাকর্মী নাছির চৌধুরীর পক্ষ ত্যাগ করতে বাধ্য হয়েছেন।

বিএনপির জেলা কমিটির এক দায়িত্বশীল নেতা নিশ্চিত করে জানান, নাছির উদ্দিন চৌধুরী খুবই অসুস্থ। এবার তিনি মনোনয়ন পাচ্ছেন না। বিকল্প হিসেবে তাহির রায়হান চৌধুরী পাবেল ও মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি এই দুইজনকেই ভাবা হচ্ছে। তাদের মধ্যে একজনকে শেষ পর্যন্ত মনোনয়ন দেওয়া হবে।

এদিকে সম্ভাব্য প্রার্থী রুমি ও পাবেল ইতিমধ্যেই প্রচারণায় সক্রিয় হয়েছেন। প্রতিদিন ইউনিয়ন ও গ্রামে ঘুরে ভোটারদের সঙ্গে যোগাযোগ, লিফলেট বিতরণ, পথসভা এবং দুর্গাপূজার মন্দির পরিদর্শনের মতো কর্মসূচি চালাচ্ছেন তাঁরা।

গত রবিবার রফিনগরে এক পথসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন বলেন, আমাদের নেতা নাছির উদ্দিন চৌধুরী অসুস্থ। তিনি বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন। মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি ধানের শীষের প্রার্থী হবেন।

অন্যদিকে একই দিন পাবেল চৌধুরীর নেতৃত্বে মটর শোভা যাত্রা শেষে দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে পাবেল চৌধুরী দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছেন, দল তাঁকেই মনোনয়ন দিবে। আমরা ঐক্যবদ্ধভাবে তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে বিজয়ী করব।