বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৭০-এর মতো এবারের নির্বাচনও টার্নিং পয়েন্ট হবে- বিএনপি নেতা মাহবুব চৌধুরী

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী বলেছেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৭০ সালের নির্বাচন যেমন টার্নিং পয়েন্ট ছিল, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনও তেমনি একটি ঐতিহাসিক মোড় ঘোরানো নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচন দেশের জন্য একটি ট্রানজিশন। এর সফলতার ওপর নির্ভর করবে বাংলাদেশ কোন পথে এগোবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিরাই পৌর শহরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাহবুব চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে সজাগ থাকতে হবে। অতীতে যেসব কমিশন নিজেদের স্বাধীন দাবি করলেও বাস্তবে তা প্রমাণ করতে পারেনি এবার যেন সেই ব্যর্থতা না হয়। তিনি আরও বলেন, শুধু ঋণখেলাপিদের নয়, যারা অর্থপাচারে জড়িত তারাও যেন প্রার্থী হতে না পারেন, সেই আইন প্রণয়ন জরুরি।

তরুণ প্রজন্মকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, আজকের জেনারেশন জি ও আলফা প্রজন্মের দৃষ্টিভঙ্গি সামনে রেখে রাজনৈতিক সংস্কারকে ভবিষ্যতমুখী রূপ দিতে হবে। রাষ্ট্রকে গণমুখী ও আধুনিক করতে হলে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা এবং প্রজন্মকেন্দ্রিক চিন্তাকে একীভূত করতে হবে।

তিনি আরও যোগ করেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যাত্রা শুরু হয়েছে। এই অগ্রযাত্রা সফল করতে হলে ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভক্ত হলে কোনো শক্তিই জাতিকে উন্নতির পথে এগিয়ে নিতে পারবে না। বিএনপির ৩১ দফা ও সদস্য সংগ্রহ কর্মসূচিকে তিনি জনগণের মুক্তির সনদ হিসেবে অভিহিত করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি নেতা আব্দুল জলিল, মুরাদ চৌধুরী, দিরাই যুবদল নেতা মছিউর রহমান, আব্দুল মুকিত রিপন, আলেক উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্রনেতা আব্দুর রশিদ চৌধুরী, জিসান তালুকদার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৭০-এর মতো এবারের নির্বাচনও টার্নিং পয়েন্ট হবে- বিএনপি নেতা মাহবুব চৌধুরী

Update Time : ০২:০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী বলেছেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৭০ সালের নির্বাচন যেমন টার্নিং পয়েন্ট ছিল, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনও তেমনি একটি ঐতিহাসিক মোড় ঘোরানো নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচন দেশের জন্য একটি ট্রানজিশন। এর সফলতার ওপর নির্ভর করবে বাংলাদেশ কোন পথে এগোবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিরাই পৌর শহরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাহবুব চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে সজাগ থাকতে হবে। অতীতে যেসব কমিশন নিজেদের স্বাধীন দাবি করলেও বাস্তবে তা প্রমাণ করতে পারেনি এবার যেন সেই ব্যর্থতা না হয়। তিনি আরও বলেন, শুধু ঋণখেলাপিদের নয়, যারা অর্থপাচারে জড়িত তারাও যেন প্রার্থী হতে না পারেন, সেই আইন প্রণয়ন জরুরি।

তরুণ প্রজন্মকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, আজকের জেনারেশন জি ও আলফা প্রজন্মের দৃষ্টিভঙ্গি সামনে রেখে রাজনৈতিক সংস্কারকে ভবিষ্যতমুখী রূপ দিতে হবে। রাষ্ট্রকে গণমুখী ও আধুনিক করতে হলে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা এবং প্রজন্মকেন্দ্রিক চিন্তাকে একীভূত করতে হবে।

তিনি আরও যোগ করেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যাত্রা শুরু হয়েছে। এই অগ্রযাত্রা সফল করতে হলে ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভক্ত হলে কোনো শক্তিই জাতিকে উন্নতির পথে এগিয়ে নিতে পারবে না। বিএনপির ৩১ দফা ও সদস্য সংগ্রহ কর্মসূচিকে তিনি জনগণের মুক্তির সনদ হিসেবে অভিহিত করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি নেতা আব্দুল জলিল, মুরাদ চৌধুরী, দিরাই যুবদল নেতা মছিউর রহমান, আব্দুল মুকিত রিপন, আলেক উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্রনেতা আব্দুর রশিদ চৌধুরী, জিসান তালুকদার প্রমুখ।