শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে শিশুর হাত বিচ্ছিন্ন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে এক জনের হাত দ্বিখণ্ডিত হয়েছে।

দুর্ঘটনাটি ঘটে সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসের সামনে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে বিয়ের দাওয়াত খেয়ে সিলেটের শেখঘাট কলাপাড়া এলাকায় ফিরছিল সিএনজিচালিত অটোরিকশা (নম্বর: সিলেট-থ-১২-১১৫০)। রাত ৮টার দিকে অটোরিকশাটি শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় পৌঁছালে সুনামগঞ্জগামী একটি ফিডবোঝাই পিকআপ (নম্বর: ঢাকা মেট্রো-ন-১৬-৬১১২) ওভারটেক করার চেষ্টা করতে গিয়ে সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশাচালক বিদ্যা মিয়া (৩০), যাত্রী হোসাইন আহমদ তানভীর (১২), বিল্লাল হোসেন (৩৯) ও মুন্নি বেগম (২৮)। এর মধ্যে হোসাইন আহমদ তানভীরের বাম হাত দ্বিখণ্ডিত হয়ে যায়। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সৈকত দাশ বলেন, দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। দ্বিখণ্ডিত হাতটি ব্যান্ডেজ করে পাঠানো হয়েছে। দ্রুত ওসমানীতে নেওয়া গেলে হাতটি জোড়া লাগানোর সম্ভাবনা রয়েছে।

দুর্ঘটনার পর পিকআপচালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যানবাহনটি উদ্ধার করে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি জব্দ করেছে। চালক পালিয়ে গেছে। আহতদের শান্তিগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শান্তিগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে শিশুর হাত বিচ্ছিন্ন

Update Time : ০৭:২০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে এক জনের হাত দ্বিখণ্ডিত হয়েছে।

দুর্ঘটনাটি ঘটে সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসের সামনে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে বিয়ের দাওয়াত খেয়ে সিলেটের শেখঘাট কলাপাড়া এলাকায় ফিরছিল সিএনজিচালিত অটোরিকশা (নম্বর: সিলেট-থ-১২-১১৫০)। রাত ৮টার দিকে অটোরিকশাটি শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় পৌঁছালে সুনামগঞ্জগামী একটি ফিডবোঝাই পিকআপ (নম্বর: ঢাকা মেট্রো-ন-১৬-৬১১২) ওভারটেক করার চেষ্টা করতে গিয়ে সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশাচালক বিদ্যা মিয়া (৩০), যাত্রী হোসাইন আহমদ তানভীর (১২), বিল্লাল হোসেন (৩৯) ও মুন্নি বেগম (২৮)। এর মধ্যে হোসাইন আহমদ তানভীরের বাম হাত দ্বিখণ্ডিত হয়ে যায়। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সৈকত দাশ বলেন, দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। দ্বিখণ্ডিত হাতটি ব্যান্ডেজ করে পাঠানো হয়েছে। দ্রুত ওসমানীতে নেওয়া গেলে হাতটি জোড়া লাগানোর সম্ভাবনা রয়েছে।

দুর্ঘটনার পর পিকআপচালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যানবাহনটি উদ্ধার করে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি জব্দ করেছে। চালক পালিয়ে গেছে। আহতদের শান্তিগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।